ভারত সরকার জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) নিষিদ্ধ করেছে। TRF হল পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার ফ্রন্ট গ্রুপ। এটি জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু হত্যার সাথে জড়িত।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় টিআরএফ নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এছাড়াও, স্বরাষ্ট্র মন্ত্রণালয় TRF কমান্ডার শেখ সাজ্জাদ গুলকে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন 1967-এর অধীনে জঙ্গি ঘোষণা করেছে।
এছাড়া লস্কর কমান্ডার মোহাম্মদ আমিন ওরফে আবু খুবাইবকে জঙ্গি ঘোষণা করা হয়। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, আবু খুবাইব জম্মু ও কাশ্মীরের বাসিন্দা, কিন্তু বর্তমানে পাকিস্তানে বসবাস করছেন।