India Vs Sri Lanka: বৃহস্পতিবার পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক। কিন্তু শেষ পর্যন্ত ১৬ রানে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাছে হেরে গেল হার্দিক পান্ডিয়ার টিম ইন্ডিয়া ।
শ্রীলঙ্কা প্রথম ব্যাট করার সুযোগ পেয়ে ২০৬ রান করে। জবাবে ভারত শেষ ১৯০ রানে।বছরের শুরুতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে জয় এসেছিল মাত্র দুই রানে। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পরেও ভারতীয় দলের ঘুম ভাঙেনি। দ্বিতীয় ম্যাচের স্লগ ওভারে লাইন-লেন্থহীন বোলিং এবং ২০৭ রান তাড়া করতে নেমে ফের একবার টপ ও মিডল অর্ডারদের জঘন্য ব্যাটিংয়ে হারতে হল টিম ইন্ডিয়াকে।
অন্যদিকে শ্রীলঙ্কার হয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটা খেলেন তাদের অধিনায়ক। নিজের দেশের হয়ে দ্রুততম অর্ধশতরান করেন শনকা। ২২ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ বেলায় তাঁর ইনিংসই শ্রীলঙ্কাকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেয়। আজ পর্যন্ত দুশো বা এর বেশি রান তুলে কোনও টি-টোয়েন্টি ম্যাচ হারেনি শ্রীলঙ্কা।