অনবদ্য ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা (India women’s) ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি দ্বি-পাক্ষিক সিরিজে উড়িয়ে দিলেন প্রোটিয়াদের। দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলকে সিরিজের পঞ্চম ম্যাচেও হারালেন ভারতের মেয়েরা। বোলারদের দুরন্ত পারফরম্যান্সে গুঁড়িয়ে গেল প্রোটিয়ারা।
যশশ্রী ৩ ওভার বল করে ১৪ রান দিয়ে তিন উইকেট নেন। পার্শ্ববী চোপড়া, সোনম যাদব এবং ফালাক নাজির দু’টি করে উইকেট নেন। ৫৪ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। কাইলা রেইনেকে করেন ২০ রান ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ওলুহলে সিয়ো ১২ রান করেন। ১৩.২ ওভারে ৫৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারত ৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৫৫ রান তুলে নেয়। ২২ করেন অধিনায়ক শেফালি বর্মা। গঙ্গাদি তৃষা করেন ১০ রান।
রিচা ঘোষ ৭ রান করেন। ৭ উইকেটে ম্যাচ জিতে ভারত ৪-০ সিরিজ পকেটে পুড়ে ফেলে। অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপের আগে প্রোটিয়াদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বস্তি দেবে মেয়েদের যুব দলকে।