অভিষেকের বার্তা ‘পঞ্চায়েত ভোট হবে শান্তিপূর্ণ’, জেলায় চলছে সংঘর্ষ

দলীয় প্রতিষ্ঠা দিবসে তৃণমূল (TMC) কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বার্তা আসন্ন পঞ্চায়েত ভোট (panchayat polls) হবে শান্তিপূর্ণ। তাঁর বার্তা কি দলীয় সমর্থকরা…

দলীয় প্রতিষ্ঠা দিবসে তৃণমূল (TMC) কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বার্তা আসন্ন পঞ্চায়েত ভোট (panchayat polls) হবে শান্তিপূর্ণ। তাঁর বার্তা কি দলীয় সমর্থকরা মানবেন? এই প্রশ্ন উঠে গেল। একাধিক পঞ্চায়েতে টিএমসি সমর্থকদের পারষ্পরিক সংঘর্ষ ও বিরোধীদের উপর হামলার অভিযোগ আসছেই।

এদিকে তৃ়ণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, তৃণমূল সরকার আবার তৃণমূলই বিরোধী। বাকিদের অস্তিত্ব নেই। তাঁর বক্তব্যেও দলের গোষ্ঠিবাজির প্রসঙ্গ এসেছে।

বছরের প্রথম দিনে দলের নতুন কার্যালয় তৈরির অনুষ্ঠান থেকে বার্তা দেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান সোমবার বিশেষ বৈঠক হবে। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে মন্ত্রী, বিধায়ক ও সাংসদ নেতারা থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কালকের দিনটা (সোমবার) খুবই গুরুত্বপূর্ণ।

কী বলবেন মমতা চলছে চর্চা। এদিকে অভিষেক শান্তিতে পঞ্চায়েত ভোটের বার্তা দিলেও জেলায় জেলায় সংঘর্ষ ছড়িয়েছে। এতে জড়াচ্ছে শাসক দল।