Ronaldo: আরব মুলুকে টাকা মানে খোলামকুচি! প্রতিদিন রোনাল্ডো পাবেন ৫ কোটি

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: কাতার আর সৌদি আরব (Saudi Arabia) প্রতিবেশি দেশ। ফলে ও দেশে যা হয় সেটা বালির ঝড়ের মতো হুড়মুড়িয়ে ঢুকে পড়ে এ…

Ronaldo: আরব মুলুকে টাকা মানে খোলামকুচি! প্রতিদিন রোনাল্ডো পাবেন ৫ কোটি

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: কাতার আর সৌদি আরব (Saudi Arabia) প্রতিবেশি দেশ। ফলে ও দেশে যা হয় সেটা বালির ঝড়ের মতো হুড়মুড়িয়ে ঢুকে পড়ে এ দেশে। এখন কাতারের রাজধানী দোহা শহরে শুরু রোনাল্ডো আলোচনা। কারণ, বিশ্বকাপের বিতর্কিক নায়ক রোনাল্ডো (Ronaldo) এবার আরব বিশ্বেই ডেরা বাঁধলেন। আরব দুনিয়ার কেন্দ্র সৌদি আরবেই থাকবেন। আর প্রতিদিন পাঁচ কোটি টাকা কামাবেন। তেল সমৃদ্ধ আরব ভূখন্ডে টাকা মানে খোলামকুচি।

সৌদি আরবের ক্লাব আল নাসর এখন রোনাল্ডো গরিমায় ফুটছে। ইউরোপের ক্লাব ফুটবলে তিনি প্রায় বাতিল বলে চর্চা চলছে। আর সৌদি আরবে তিনি সর্বচ্চো রোজগার করতে চলেছেন। ২০০ মিলিয়ন ইউরো দরে আল নাসর ক্লাব কিনে নিয়েছে রোনাল্ডোকে। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি হয়েছে। এই আড়াই বছরে সৌদি ক্লাব থেকে প্রতি বছর রোনাল্ডো পাবেন ১৭৭৫ কোটি টাকার কিছু বেশি। সেই হিসেবে প্রতিদিন ৫ কোটি টাকা তাঁর আয়।

Christiano ronaldo joins al naser club of arab

কাতারে বিশ্বকাপ চলাকালীন পর্তুগাল দলের তথা বিশ্ব ফুটবলের মহাতারকা রোনাল্ডো চর্চিত ছিলেন ক্লাবের কচকচানি নিয়ে। তাঁকে পর্তুগাল জাতীয় দল থেকে কার্যত বসিয়ে দেওয়া ঘিরে সেই বিতর্ক চরমে উঠেছিল। কাতারেই বিশ্ব ফুটবল থেকে রোনাল্ডো বিদায় নিয়েছেন। তবে বিশ্বকাপ শেষের পর জাতীয় দলের সাথে পর্তুগাল ফিরে যাননি। দোহাতে কিছুদিন ছিলেন। তাঁকে ঘিরে পর্তুগালেও ক্ষোভ দেখা দিয়েছিল।

বিশ্বকাপ চলাকালীন রোনাল্ডো এবং আল নাসর ক্লাবের চুক্তি নিয়ে শোরগোল পড়েছিল। এবার রোনাল্ডোকে সই করিয়ে আল নাসর ক্লাবের পক্ষ থেকে টুইটে লেখা হলো নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। স্বাগত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর ফলে আমাদের ক্লাব আরও নতুন কিছু করার জন্য উদ্বুদ্ধ হবে। আমাদের আগামী প্রজন্ম নিজেকে সেরা করে তুলতে অনুপ্রাণিত হবে।

Advertisements

Ronaldo

ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়েই খেলতে দেখা যাবে রোনাল্ডোকে। সৌদি আরবের ক্লাবটির চেয়ারম্যান মুসাল্লি আল মুয়াম্মার লিখেছেন, নতুন ঐতিহাসিক মুহূর্ত। রোনাল্ডো নিজে বিশ্বের সকল খেলোয়াড়ের কাছে উদাহরণ। আশা করছি, তার উপস্থিতিতে আল নাসর সাফল্য পাবে।