কলকাতা: অনেক আগে থেকেই এই খবর সবাই জানে যে, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিং বিবাহবিচ্ছেদের পথেই এগোচ্ছেন দুজন। ভোটের জন্যই নাকি আইনি কার্যকলাপ আটকে ছিল। রোশন ব্যস্ত ছিল তাঁর জিম নিয়ে আর অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ব্যস্ত তার আসন্ন ছবি নিয়ে।
রোশনের নিজস্ব জিম সেন্টার রয়েছে। শ্রাবন্তীও অভিনয় আর নতুন জিম ‘ফিটনেস এম্পায়ার’ নিয়ে দিন কাটাচ্ছিলেন। বর্তমানে ভোটার জন্য প্রচারের কাজে বেশ ব্যস্ত তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন কিছু বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। বিবাহবিচ্ছেদের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘শ্রাবন্তীকে আমি বিয়ে করেছিলাম ঠিকই তবে এখন রাস্তায় তাকে দেখলে চিনতে পারবো না। ওর মুখ ভুলে গিয়েছি।’
এই সাক্ষাৎকারটিতে রোশন শ্রাবন্তীর নামে কোন কুরুচিকর মন্তব্য বা বিরূপ মন্তব্য করেনি ঠিকই তবে বিবাহ বিচ্ছেদের খবর সামনে আসতেই এবং যে সময় থেকে তাঁরা দুজনে আলাদা থাকতে শুরু করেন, তারপর রোশন তার সোশ্যাল সাইটে বহুবার এমন ইঙ্গিতপূর্ণ কিছু স্ট্যাটাস আপডেট করেছেন যা সরাসরি শ্রাবন্তীর দিকে তীর তোলে।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর ছিল,শ্রাবন্তী সুপারস্টার আর তার রোজগারের উপরেই রোশন নির্ভরশীল। এ ব্যাপারে রোশন জানান, ২০০৭ সালে তিনি ক্যাবিন সুপারভাইজার হিসাবে এয়ারলাইন্স সংস্থায় কাজ পান। সেই সময় তাঁর মাসে ২৩ হাজার ৫০০ টাকা মাইনে ছিলো। এরপর নিজের জিম খোলেন। বর্তমানে তাঁর দুটি জিম রয়েছে। তিনি যদি ওর ভরসায় থাকতেন তাহলে আলাদা হবার পর হয়তো না খেতে পেয়েই মরে যেতেন।
অন্যদিকে ইন্ডাস্ট্রি সূত্রে শ্রাবন্তীর নতুন প্রেমের খবর সামনে আসছে। শোনা যাচ্ছে নতুন প্রেমে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যে আবাসনে শ্রাবন্তী থাকেন, ঠিক সেই আবাসন এই থাকেন শ্রাবন্তীর নতুন প্রেমিক । নাম অভিরূপ নাগ চৌধুরী,পেশায় ব্যবসায়ী। তবে এই সম্পর্কের বয়স খুব একমাস মতো। সূত্রের খবর, দু’জনে নাকি সম্পর্কের একমাস উদ্যাপন করতে পার্টিও করেন। প্রেমিকের জন্মদিনে শ্রাবন্তী একটি দামি আঙটি উপহার দিয়েছেন। উপস্থিত ছিল শ্রাবন্তীর পরিবারও।
অন্যদিকে রোশন বারংবার জুড়ে নিতে চাইছেন তাদের ভেঙে যাওয়া সম্পর্ক। আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে শ্রাবন্তী রোশনের ডাকে সাড়া দেননি। এই মামলায় রোশনের পক্ষ থেকে আদালত সমন পাঠিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। বলা হয়েছিল, তাঁর বক্তব্য পেশ করার জন্য শ্রাবন্তী যেন ১৪ জুলাই, বুধবার শিয়ালদহ কোর্টে উপস্থিত থাকেন। সেই সমন গ্রহণ করলেও বুধবার উপস্থিত হননি আদালতে। শ্রাবন্তীর আইনজীবী আদালতে উপস্থিত হয়ে জানিয়েছেন, তাঁর মক্কেলকে ভুল সমন পাঠানো হয়েছে। তাই আদালতের নির্ধারিত দিনে সেখানে এসে উপস্থিত হননি তিনি। পাশাপাশি, আদালতের কাছে নতুন একটি সমন পাঠানোর আবেদন করেছেন শ্রাবন্তীর আইনজীবী। তবে মোহ মায়ার এই শহরে সত্যি-মিথ্যে বোঝা বড়ই দায়।