খুন নিশ্চিত। কিন্তু খুনি কে? জামাকাপড় রাখার বাক্সের মধ্যে থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধারের পর অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করছে দুর্গাপুর থানার পুলিশ। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার তথা দেশের অন্যতম শিল্পশহর দুুর্গাপুরে চাঞ্চল্য।
মৃত মহিলার নাম রেখা মন্ডল। তার বয়স আনুমানিক ২৬ বছর। বেনাচিতির একটি কাপড়ের দোকানের কর্মী ছিলেন তিনি। দুর্গাপুরের বেনাচিতির পাওয়ার হাউস এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ওই মহিলার বাক্সবন্দি দেহ উদ্ধার হয়। তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
তদন্তে উঠে এসেছে, গত দু’দিন ধরে পলাতক রেখার স্বামী সুভাষ মন্ডল। সে রাজমিস্ত্রী। স্ত্রীকে খুন করেছে স্বামী? এই প্রশ্নই প্রাথমিকভাবে সামনে রেখে তদন্ত চলছে। কোনও তৃতীয় সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, বেনাচিতির ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। তাঁরা খবর দেন থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনাস্থলে দাঁড়িয়ে এসিপি (দুর্গাপুর) তথাগত পান্ডে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃতার স্বামী পলাতক। এলাকায় তার আত্মীয়রা থাকেন। তাদের সঙ্গে কথা বলে পলাতক স্বামীর খোঁজ চলছে।