বৃষ্টির মতো মিসাইল পড়ছে ইউক্রেনে (Ukraine)। একদিনে ১২০টি মিসাইল ছুঁড়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট পুতিনের এমন নির্দেশের পর পরিস্থিতি আরও খারাপ। মনে করা হচ্ছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মার্কিন যুক্তরাষ্ট্র সফরের বিরুদ্ধে বার্তা দিতেই এমন মিসাইল বৃষ্টি করেছে রাশিয়া। (Ukraine War)
ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক জানিয়েছেন, দেশজুড়ে ১২০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনা। কিয়েভের মেয়র স্থানীয় বাসিন্দাদের নিরাপদে স্থানে চলে যাওয়ার আহবান জানিয়েছেন। ইলেক্ট্রনিক ডিভাইসে চার্জ দিতে ও জলের মজুত রাখার বার্তা দেন। পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে অভিযান। রুশ-ইউক্রেন যুদ্ধে দুই পক্ষে বহু হতাহত। যুদ্ধ বন্ধ করতে রাষ্ট্রসংঘ বারবার আবেদন করলেও কোনও কাজ হয়নি।
প্রাথমিকভাবে পিছু হটার পর মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড সহ মিত্র দেশগুলির সামরিক সাহায্য নিয়ে ইউক্রেন প্রতিরোধ শুরু করে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিভিন্ন এলাকা থেকে পিছু হটেছে রুশ সেনা।