এইমুহুর্তে প্রতিটি দল জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তাদের দলের দূর্বল জায়গা গুলোকে মেরামত করার কাজে উদ্যত। প্রতিটি দল’ই চায় অন্যান্য দল গুলো থেকে সেরা ফুটবলার দের কে তুলে নিয়ে নিজেদের দলকে শক্তিশালী করে নিতে চাইছে, যাতে লিগে নিজেদের প্রত্যাশিত ফলাফল টি পেতে পারে।
আসা যাক এক্ষেত্রে এটিকে মোহনবাগানের ব্যাপারে।দুটো পজিশনে বিদেশি ফুটবলার প্রয়োজন আছে সবুজ মেরুন শিবিরে।এক দরকার ডিফেন্সে,আরেকটা স্ট্রাইকার পজিশনে।ডিফেন্সের ক্ষেত্রে ইতিমধ্যে স্লাভকো কে দলে নিয়ে এসেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট।স্ট্রাইকার পজিশনের বিদেশি ফুটবলারের খোঁজ চলছে,এখনও।
এখন বিষয় হল এটিকে মোহনবাগান কি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে শুধুমাত্র বিদেশি ফুটবলার আনার ক্ষেত্রেই জোর দিচ্ছে,ভারতীয় ফুটবলার আনার ক্ষেত্রে কি চিন্তা ভাবনা করছে তারা। সম্প্রতি এবিষয় প্রশ্ন করা হয়েছিল সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দোর কাছে।
এই প্রশ্নের উত্তরে ফেরান্দো জানিয়েছেন জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দুই জন ভালো মানের ভারতীয় ফুটবলার আসছে এটিকে মোহনবাগান শিবিরে।তবে বিশ্বের কোনো ফুটবল ক্লাব চাইবেনা, তার দলে সেরা ফুটবলার কে ছেড়ে দিতে, তাই সবুজ মেরুন শিবিরকে এক্ষেত্রে প্রতিবন্ধকতার সন্মুখীন হতে হচ্ছে।শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি এবং ইস্টবেঙ্গলের থেকে ভারতীয় ফুটবলার আনতে চাইছে।কিন্তু তারা কারা,সেটা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত,শনিবার ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান।এই মুহূর্তে চোটাঘাতের সমস্যায় জর্জরিত সবুজ মেরুন শিবির।চোটের কারণে এই ম্যাচে খেলবেন না হুগো বোমাস,তবুও জয়ের ব্যাপারে আশাবাদী মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।