যশের ভালোবাসার রঙে বহুদিন আগেই নিজেকে রাঙিয়ে ফেলেছেন নুসরত। টলিউডে যশ-নুসরতের (Yash-Nusrat) প্রেম চর্চা হামেশাই সুপারহিট সোশ্যাল মিডিয়ায়। গত বছর টলিউডে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল নুসরতের ব্যক্তিগত জীবন। গত বছর ঈশানের জন্ম দিয়েছেন নায়িকা। গত অগস্টেই এক বছর পূর্ণ করেছে নুসরত-পুত্র। ছেলের জন্মের পর নুসরত জানান, তাঁর সন্তানের পিতৃপরিচয়। যশের সঙ্গে বিয়ে নিয়ে সরাসরি কিছু না বললেও আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তাদের দুজনের মধ্যের আসল পরিচয়।
সোস্যাল মিডিয়ায় দুই তারকাই সমান জনপ্রিয়। মাঝেমাঝেই দুজনের ভালোবাসার মুহুর্ত থেকে খুনসুটি সবটাই অনুরাগীদের সাথে শেয়ার করেন তারা। আর এবার এই শীতের মরশুমে খেলায় মেতে উঠলেন যশ-নুসরত।
ইন্সটাগ্রামে শীতের মরশুমে ব্যাড মিন্টন খেলার ঝলক প্রকাশ্যে এনেছেন যশ। ভিডিওটিতে দেখা যাচ্ছে, যশ জোর কদমে খেলছেন আর নুসরত খুনসুটি করছেন তার সাথে। সব মিলিয়ে মজার ছলে আর ভালোবাসায় দারুণ ভাবেই শীত কাটাচ্ছেন এই তারকা যুগল তা বোঝাই যাচ্ছে।
https://www.instagram.com/reel/Cmf6RE7jUY2/?utm_source=ig_web_copy_link
আপাতত যশ ব্যস্ত নিজের ডেবিউ বলিউড ছবি ‘ইয়ারিয়াঁ ২’ নিয়ে। অন্যদিকে গত মাসেই মুক্তি পেয়েছে যশ-প্রিয়াঙ্কা অভিনীত ‘তোকে ছাড়া বাঁচবো না’। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এই ছবি। অন্যদিকে যশের সঙ্গে ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’ ছবির শ্যুটিং শেষ করে এখনও নতুন কোনও প্রোজেক্টের কাজে হাত দেননি নুসরত। আপতত আটকে এই ছবির পোস্ট প্রোডাকশন। প্রযোজক এনা সাহার কাছ থেকে এই ছবির কিনে নিতে চান যশ। যদিও সে কথা বেশিদূর এগোয়নি।