বেঙ্গল মহিলা টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টে মহামেডান স্পোর্টিং জিতল ১ রানে

বেঙ্গল মহিলা টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টের টানটান ফাইনাল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান দলকে মাত্র ১ রানে হারিয়ে পরপর দুইবার চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mahamedan Sporting )।…

Mahamedan Sporting

বেঙ্গল মহিলা টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টের টানটান ফাইনাল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান দলকে মাত্র ১ রানে হারিয়ে পরপর দুইবার চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mahamedan Sporting )।

সুরির এমজিআর ক্রিকেট অ্যাকাডেমির মাঠে মহামেডান মহিলা ক্রিকেট দল আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৫ রান করে। অঙ্কিতা বর্মন রান করেন ৪০ এবং প্রীতি মন্ডল রান করেন ২০।

   
Advertisements

১১৬ রান তুলতে নেমে মোহনবাগানের ধারা গুজ্জার (২৯ রান) এবং প্রিয়াঙ্কা বালা (৫৩ রান) জেতার জন্য লড়াই করলেও ১ রান কম থেকে যায় তাদের জন্য। ২০ ওভার শেষে মোহনবাগান মহিলা ক্রিকেট দল ১১৪ রান তোলে ৬ উইকেটের বদলে।