Panchayat Elections: এবার প্রার্থী বাছাইয়ের ভার দিলেন সাধারণ মানুষের ওপর। শনিবার, রানাঘাটের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee ) বার্তা দিলেন, মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চায়, সেভাবে দল তৈরি করতে আমরা প্রস্তুত। এদিনের সভা থেকে তাতলার পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সঙ্গেই অভিষেক ঘোষণা করেন, তৃণমূলের প্রার্থী কে হবেন তা ঠিক করবেন স্থানীয় মানুষই।
শুধু তাই নয় দিলেন এক ডাকে অভিষেকের নম্বরও। প্রসঙ্গত এর আগে মানুষের অভিযোগ সরাসরি জানতে নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার থেকে এই ফোন নম্বরের শুভ সূচনা করেন তিনি।তারপর একে একে কাঁথির মারিশদা এবং তারপর শনিবার নদীয়ার জনসভাতেও মানুষের আরো নিকটে যাওয়ার চেষ্টায় প্রচার করলেন এই নম্বর।মোবাইল ফোনের নম্বর জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সরাসরি আমায় জানান কাকে প্রার্থী করতে চান।
পঞ্চায়েত নির্বাচনের দামামা ইতিমধ্যে রাজ্যে বেজে গিয়েছে।নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে বিভিন্নভাবে প্রচারে ভেসে থাকতে চাইছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। কিন্তু প্রচারের মূল অস্বস্তি হিসেবে দানা বাধছে দলের মধ্যে অন্তর্দ্বন্দ। আর এবার অন্তর্দ্বন্দকে দূরে সরিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষের দুয়ারে নেতাদের যাওয়ার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক