আইলিগ ২০২২-২৩ সেশনে রিয়াল কাশ্মীর এফসি দুরন্ত ফর্মে রয়েছে। ৫ ম্যাচ জিতেছে, ড্র এক ম্যাচ, হেরেছে ১ ম্যাচ।লিগে ৭ ম্যাচ খেলে শ্রীনিদি ডেকান এফসির সঙ্গে যৌথভাবে টেবলে স্ট্যান্ডিং রয়েছে। ১৬ পয়েন্ট নিয়ে থাকা দুই স্ট্যান্ডিং টিমের লড়াইর মাঝে শুক্রবার, মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) খেলতে নামছে স্নো লেপার্ডের বিরুদ্ধে।
বৃ্হস্পতিবার, প্রি ম্যাচ প্রেস মিটে এসে মহামেডান এসসি ক্যাপ্টেন মার্কাস জোসেফ সাংবাদিকদের বলেন, ‘আমাদের একটি ইউনিট হিসাবে একসাথে থাকতে হবে এবং বিজয়ের দিকে যেতে হবে’। প্রতিপক্ষ দলের শক্তি এবং সামর্থ্যের প্রসঙ্গে মহামেডান অধিনায়ক বলেন,’রিয়েল কাশ্মীর একটি কঠিন প্রতিপক্ষ এবং শেষ পর্যন্ত লড়াই করে’।
চলতি লিগে সাদা কালো শিবিরের খেলার মধ্যে ধারাবাহিকতার অভাব রয়েছে।দু ম্যাচ হেরে হোম গ্রাউণ্ডে ব্যাক টু ব্যাক জয় আসলেও ঘরের বাইরে বেরিয়ে দুম্যাচ হেরেছে ব্ল্যাক প্যাহ্নর্সরা। লিগে নিজেদের শেষ ম্যাচ কলকাতায় কেনক্রে এফসির বিরুদ্ধে প্রায় জেতা ম্যাচ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে।ছন্নছাড়া পারফরম্যান্স মহামেডান স্পোর্টিং টিমের।
এমন আবহে তিন পয়েন্টকেই পাখির চোখ করা প্রসঙ্গে অধিনায়ক মার্কাস জোসেফ বলেন, ‘আগামীকালের ম্যাচটি খুব তীব্র এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তিনটি পয়েন্ট পাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ’। লিগে আগাগোড়া ব্ল্যাক প্যাহ্নর্সদের পারফরম্যান্স মোটেও আশানুরূপ নয় সমর্থকদের কাছে।এই অবস্থায় লিগে বাউন্সব্যাক করতে চাইছে মহামেডান স্পোর্টিং, লিগে টপ গিয়ারে চলা রিয়াল কাশ্মীর এফসির বিরুদ্ধে।