বঙ্গ বিজেপির ফাটল বুঝেই শুভেন্দুর সাক্ষাৎ বাতিল করলেন শাহ

বিজেপির (BJP) রাজ্য সভাপতির বদল হতেই ভাঙন ধরেছিল বিজেপির অন্দরে৷ তার ওপর সোমবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্তব্য কাটা ঘায়ে নুনের ছেটা দিয়েছে৷ এরই মধ্যে…

Amit Shah canceled the meeting with Suvendu Adhikari on Tuesday

বিজেপির (BJP) রাজ্য সভাপতির বদল হতেই ভাঙন ধরেছিল বিজেপির অন্দরে৷ তার ওপর সোমবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্তব্য কাটা ঘায়ে নুনের ছেটা দিয়েছে৷ এরই মধ্যে মঙ্গলবার শুভেন্দুর সঙ্গে সাক্ষাত বাতিল করলেন অমিত শাহ (Amit Shah )। বাংলার বিজেপির নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দেখা করলেন না শাহ? প্রশ্ন রাজনৈতিক মহলে৷

সম্প্রতি দুই রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে৷ এরপরে লোকসভা নির্বাচনের ব্লু প্রিন্ট নিয়ে বাংলার বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকের কথা ছিল অমিত শাহের৷ কিন্তু হিমাচল প্রদেশ হাতছাড়া হতেই সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক বাতিল করেন অমিত শাহ। এরপর শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক নিয়ে জল্পনা শুরু হয়েছিল৷ কিন্তু সেই বৈঠক বাতিল হয়ে গেল৷ যদিও কী কারণে বৈঠক বাতিল হয়েছে? তা এখনও স্পষ্ট করে জানা যায়নি৷

   

রাজনৈতিক মহলের ব্যাখা, হিমাচল প্রদেশের নির্বাচনের ফলাফল নিয়ে মোটেই সন্তুষ্ট নন অমিত শাহ। এছাড়াও একাধিক রাজ্যের নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। তার ওপর অরুণাচল প্রদেশে চিনা হামলার ঘটনা আরও প্রশ্ন তুলতে শুরু করেছে৷ তাই ব্যস্ততার কারণেই বৈঠক বাতিল করেন শাহ৷

সূত্রের খবর, সুকান্ত মজুমদারের নেতৃত্বে অনেকটাই নড়বড়ে বিজেপির সংগঠন৷ বঙ্গ বিজেপির হাল ধরতেই এখন অন্য নেতার হাতে ব্যাটন তুলে দিতে চান দিল্লির নেতারা৷ তাই এখন বৈঠক বাতিল হলেও শীঘ্রই সিদ্ধান্ত নিতে চান দীন দয়াল উপাধ্যায় মার্গের নেতারা। এমনটাই বিজেপি সূত্রে খবর।