এ কি কান্ড!! নিজের ফ্যানদের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেছেন এই বলি তারকারা

বলিউড (Bollywood) তারকাদের পর্দায় অভিনয় করতে দেখে তাদের প্রেমে অনেক ভক্তই পড়েন। তবে উল্টোটা কিন্তু সচরাচর দেখা যায় না। কোনও ভক্তের গলায় বি টাউন সেলেবের…

Bollywood stars are married

বলিউড (Bollywood) তারকাদের পর্দায় অভিনয় করতে দেখে তাদের প্রেমে অনেক ভক্তই পড়েন। তবে উল্টোটা কিন্তু সচরাচর দেখা যায় না। কোনও ভক্তের গলায় বি টাউন সেলেবের মালা দেওয়াটা কিন্তু চারটি খানি কথা নয়। তবে বলিউডেই এমন কিছু তারকা রয়েছেন যারা নিজেদের ভক্তদের সাথেই সাত পাক ঘুরেছেন। জেনে নিন তারা কারা:

দিলীপ কুমার: দিলীপ কুমারের নাম রয়েছে এই তালিকার শীর্ষে। অভিনেতার স্ত্রী সায়রা বানু ছিলেন তাঁর অন্ধ ভক্ত। দিলীপ কুমারকে বিয়ে করার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু সেই স্বপ্ন যে সত্যি হবে তা হয়তো কল্পনাও করেননি। তবে ২২ বছরের ছোট এই সায়রাকেই মন দিয়ে তাঁর সাথেই সাত পাক ঘুরেছিলেন বলিউড সুপারস্টার।

   

জীতেন্দ্র: একসময়ে সুদর্শন জীতেন্দ্রর প্রেমে বহু মহিলা ভক্ত হাবুডুবু খেয়েছেন। সেই লিস্টেই নাম ছিল ব্রিটিশ এয়ারওয়েজের বিমানসেবিকা শোভারও। তিনিও এই বলিউড অভিনেতার অনেক বড় ভক্ত ছিলেন। আর সেই সুন্দরী ফ্যানকে দেখে প্রেমে পড়েন অভিনেতাও। শোভার সঙ্গেই সাত পাক ঘুরেছেন তিনি।

রাজেশ খান্না: বলিউড সুপারস্টার রাজেশ খান্নার মহিলামহলে জনপ্রিয়তা ছিল তুমুল। তার এমনই এক ভক্ত ছিলেন ডিম্পল কাপাডিয়াও। খুব কম বয়সে নিজের স্বপ্নের পুরুষের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন তিনি।

শিল্পা শেট্টি: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তার স্বামী রাজ কুন্দ্রার প্রেম কাহিনী অনেকের জানা। শিল্পার জন্য প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন রাজ। তবে অনেকেই হয়তো জানেন না, রাজ কিন্তু বলি অভিনেত্রীর অনেক বড় ফ্যান ছিলেন। আর সেই ভক্তের গলাতেই মালা দিয়েছেন শিল্পা।

এষা দেওল:ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর কন্যা অভিনেত্রী এষা দেওলের নামও রয়েছে এই লিস্টে রয়েছে। তাঁর স্বামী ভরত তখতানি স্কুলে পড়ার সময় থেকেই নাকি তার ভক্ত ছিলেন। কিন্তু এষা স্টারকিড হওয়ায় তাঁকে প্রেম নিবেদনের সাহস পাননি ভরত। তবে শেষমেশ নিজের এই ফ্যান এবং দীর্ঘদিনের বন্ধুর গলাতেই মালা দিয়েছিলেন এষা।

বিবেক ওবেরয়: বলিউডের এই অভিনেতার সঙ্গে ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন শোনা যেত একসময়। তবে বিবেক সবকিছু ভুলেই পরিবারের পছন্দ করা মেয়ে প্রিয়াঙ্কা আলভার গলায় মালা দেন। পরে জানা যায়, প্রিয়াঙ্কা নাকি তার অন্ধ ভক্ত ছিলেন।