Himachal Pradesh: হিমাচলের ১৫তম মুখ্যমন্ত্রী পদে শপথ সুখবিন্দর সিং সুখুর

শনিবার সিদ্ধান্ত জানিয়েছে হাইকম্যান্ড, রবিবার হিমাচল প্রদেশের(Himachal Pradesh) মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুখবিন্দর সিং সুখু। আজ রাহুল-প্রিয়াঙ্কার উপস্থিতিতে শপথ গ্রহণ করলেন সুখু। ৫৮ বছর বয়সী…

Himachal Pradesh: হিমাচলের ১৫তম মুখ্যমন্ত্রী পদে শপথ সুখবিন্দর সিং সুখুর

শনিবার সিদ্ধান্ত জানিয়েছে হাইকম্যান্ড, রবিবার হিমাচল প্রদেশের(Himachal Pradesh) মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুখবিন্দর সিং সুখু। আজ রাহুল-প্রিয়াঙ্কার উপস্থিতিতে শপথ গ্রহণ করলেন সুখু। ৫৮ বছর বয়সী নাদাউনের বিধায়ক বীরভদ্র সিংয়ের পর অন্যতম জনপ্রিয় নেতা সুখবিন্দর সিং। তবে কি এই কারণেই তাঁকে মুখ্যমন্ত্রী পদে বেছে নিল দল। নাকি রাহুল ঘনিষ্ঠ হওয়ার কারণে মুখ্যমন্ত্রীর জন্য তাঁকে বেছে নেওয়া হলো? একাধিক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

শনিবার শীর্ষ নেতৃত্বের বৈঠকের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের পত্নী পরতিভা সিং। তাই সুখবিন্দর সিং কংগ্রেসের জন্য দ্বিতীয় পছন্দের ব্যক্তি ছিল, তাই জন্যই হিমাচল প্রদেশের ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হলো তাঁকে। কিন্তু এর অবস্থা আগামী দিনে কংগ্রেসের অন্দরে দ্বন্দ্ব শুরু হতে পারে কি না, এই নিয়ে প্রশ্ন উঠছে বিজেপির অন্দরে। 

এর আগে কর্ণাটক, মধ্যপ্রদেশে ও মহারাষ্ট্রে সরকার গঠনের পরেও পরিবর্তন হয়েছিল। মোদি-শাহের অপারেশন লোটাস কাজ করেছিল বলেও মনে করেছিলেন অনেকে। এবার তাই কোনও ভুল করতে চায় না কংগ্রেস। ৪০ জন কংগ্রেসের নেতার ওপরেই বিশেষ নজর রাখতে চাইছে শীর্ষ নেতৃত্ব। সেই বার্তা দিতেই সুখবিন্দর সিং সুখুর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। 

Advertisements

উল্লেখ্য, হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয় থেকে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন সুখবিন্দর সিং। এমনকি ছাত্র পরিষদের দায়িত্ব সামলেছেন তিনি। চারবারের বিধায়ক সুখুর সঙ্গে বীরভদ্র সিংয়ের সম্পর্ক সুমধুর ছিল না বলেই খবর। কিন্তু বীরভদ্রের মৃত্যুর পর প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব সুনিপুনভাবে পালন করেছেন তিনি। তাই তাঁকে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করল হাইকম্যান্ড।

উপমুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন মুকেশ অগ্নিহোত্রী। যিনি বীরভদ্র সিংয়ের পরিবার ঘনিষ্ঠ। সাংসদের পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি পদে রয়েছে প্রতিভা সিং। তবে তাঁর পুত্র বিক্রমাদিত্যকে বিরাট গুরুত্বপূর্ণ পদে বসাতে চলেছে দেশের সবচেয়ে পুরাতন দল।