একে তো অপারেশন লোটাসের (Operation Lotus) ভয় তার উপর মুখ্যমন্ত্রী পদাধিকারীকে নিয়েই বিতর্কে (INC) কংগ্রেস। হিমাচল প্রদেশ (Himachal Pradesh) জয় করেও শান্তি নেই। বিদ্রোহের আগুন ছড়াচ্ছে।
হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবিন্দর সিং সুখু। কংগ্রেসের অভ্যন্তরে দীর্ঘ আলোচনায় গলল হিমাচলের বরফ। তবে যে বিক্ষোভ তৈরি হয়েছে তাতে পাঞ্জাবের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। দলীয় অন্তর্কলহে পাঞ্জাবে ক্ষমতাচ্যুত হওয়ার পর সে রাজ্যে নড়বড়ে কংগ্রেস। আর হিমাচলেও অন্তর্কলহ চরমে।
হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে হরিমপুর জেলার নাদাউন থেকে বিধায়ক নির্বাচিত হন সুখবিন্দরর সিং সুখু।তাঁকেই মুখ্যমন্ত্রী করা হবে এমন সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। রবিবার শপথ নেবেন তিনি।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ঘনিষ্ঠ সুখু। তবে হিমাচলের তাবড় কংগ্রেস নেতা ও ছয়বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের বিরোধী গোষ্ঠী সুখু। আর মুখ্যমন্ত্রীর পদের দাবিদার ছিলেন প্রতিভা সিং। শিমলায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে প্রতিভার সমর্থকরা আটকে দেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের গাড়ি। পরে প্রতিভা সরে দাঁড়ান পদের দাবি থেকে। তিনিও বিদ্রোহী হতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে ছিলেন মুকেশ অগ্নিহোত্রী, হর্ষবর্ধন চৌহান। সব মিলে এক বিতর্কিত অবস্থা। এই বিদ্রোহ থেকেই বিজেপি শিবিরে যোগদানের সম্ভাবনা বাড়ছে।