মঙ্গলবার তিলক ময়দানে মহামেডান স্পোর্টিং ক্লাবকে (Mohammedan SC) ২-১ গোলে পরাজিত করার পাশাপাশি চার্চিল ব্রাদার্স এফসি আইলিগ ২০২২-২৩ মরসুমে তাদের প্রথম জয় নথিভুক্ত করেছে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে দুরন্ত ভাবে ফিরে আসে চার্চিল। ৮৪ মিনিটে টানার গোলে ঘরের মাঠে প্রথম জয়ের স্বাদ পাওয়া লাল জার্সিধারীদের ৫৬ মিনিটে সাদা কালো শিবিরের ফুটবলার সেখ ফৈয়াজ পিছনে ঠেলে দেয় গোল করে।
১-০ গোলে লিড নেওয়া ব্ল্যাক প্যাহ্নর্সরা অবশ্য গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি।৬০ মিনিটে রাজু গায়কোয়ার চার্চিলকে খেলায় ১-১ গোলের সমতায় ফেরায়।এরপর খেলার বয়স যত গড়িয়েছে মহামেডান গেম থেকে হারিয়ে যেতে থাকে।
ফুটবলারদের মনসংযোগের ঘাটতির সুযোগ নিয়ে চার্চিলের টানা বিপক্ষের জালে বল জড়িয়ে দিতেই খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে ২-১ গোলে এগিয়ে যায়।ব্ল্যাক প্যাহ্নর্সরা আর গোল শোধ না করতে পারার কারণে অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট হাতছাড়া করে।স্বভাবতই মহামেডান স্পোটিংর অ্যাওয়ে ম্যাচে এমন পারফরম্যান্স দেখে ভক্তরা হতাশ।