আইলিগে (I-League) নিজেদের ষষ্ঠ ম্যাচে মহামেডান স্পোটিং ক্লাব খেলতে নামবে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে, গোয়ার মাঠে চলতি মাসের ৬ তারিখ মঙ্গলবার।
লিগে শ্রীনিদি ডেকান এফসির বিরুদ্ধে ৪-৩ গোলে হেরেছে সাদা কালো ব্রিগেড। আইলিগে প্রথম দু’ম্যাচে পরাজয়ের মুখ দেখা মহামেডান ঘরের মাঠে মণিপুরী দল NEROCA FC এবং TRAU FC-এর বিরুদ্ধে টানা দু’ম্যাচে জয় পেলেও ডেকান অ্যারেনায় হেরে গিয়েছে।
এর থেকে বোঝাই যাচ্ছে ব্ল্যাক প্যাহ্নর্সদের খেলায় জয়ের ধারাবাহিকতা ঘোর অনিশ্চয়তায় ঢাকা। এমন মানসিকতা নিয়ে এরপরেও শ্রীনিদি ডেকানের বিরুদ্ধে গোলের সুযোগ তৈরি করেও ফিনিশিংর অভাবে ডুবেছে সাদা কালো শিবির। লিগে হোম ম্যাচে জয় পেলেও অ্যাওয় ম্যাচ খেলতে নেমে হারিয়ে যাচ্ছে ছন্দ সাদা কালো শিবিরের ফুটবলারদের। ঘরের মাঠে খেলে অ্যাওয় ম্যাচ খেলতে নেমে গুটিয়ে যাচ্ছে শাহিন,মার্কাসরা।
2️⃣Days to go for our encounter against the #RedMachines 💪🏻⚫️⚪️#JaanJaanMohammedan pic.twitter.com/VOuD5QdNbu
— Mohammedan SC (@MohammedanSC) December 4, 2022
‘অ্যাওয় ম্যাচ’ এই মাইন্ড গেমে মাঠে নামার আগেই চাপের মানসিকতায় জড়িয়ে গিয়ে নিজেদের স্বাভাবিক খেলা না খেলতে পারার কারণে পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবে ধুঁকছে মহামেডান স্পোটিং।