আইলিগে টানা দুম্যাচ হারের পর ঘরের মাঠে ব্যাক টু ব্যাক দুম্যাচে জয়ের মুখ দেখেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mahamedan Sporting Club)। এবার চলতি লিগে নিজেদের ৫ নম্বর ম্যাচ খেলতে মঙ্গলবার হায়দরাবাদ উড়ে গেল মার্কাস জোসেফরা।
আগামী বৃ্হস্পতিবার, মহামেডান খেলতে নামবে শ্রীনিধী ডেকান এফসির বিরুদ্ধে। লিগে হায়দরাবাদের এই দল চার ম্যাচের মধ্যে তিনটে জিতেছে এবং টেবলে নয় পয়েন্ট পেয়েছে। গত ম্যাচে আইলিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসিকে ১-০ গোলে হারিয়েছে শ্রীনিধী ডেকান এফসি। লিগ সেশনে গোকুলাম কেরালা প্রথম গেম হেরেছে হায়দরাবাদের এই ক্লাবের বিরুদ্ধে, গোকুলাম চার ম্যাচ খেলে দুটো খেলায় জয় এবং একটা ড্র সহ টেবলে সাত পয়েন্টে রয়েছে৷
শ্রীনিধী ডেকান এফসির পর্তুগিজ কোচ কার্লোস ভাঁজ পিন্টো গোকুলামের বিরুদ্ধে তিন পয়েন্ট ঝুলিতে ভরার পর বলেছেন,”আমি আমার দল নিয়ে খুব গর্বিত, চ্যালেঞ্জ ছিল গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে গোল করা, যারা এখনও কোনও খেলা হারেনি এবং আমরা আমাদের টানা তৃতীয় আইলিগ জয়ের সাথে তা করেছি।” গোকুলামের অশ্বমেধের ঘোড়ার দৌড় থামিয়ে আত্মবিশ্বাসী অরিজিৎ বাগুই, ওগানা,ফৈজল,ফাল্গুনি সিংরা।তাই মহামেডান এসসির কাছে এই ম্যাচ কঠিন হতে চলেছে। আরিয়ান লাম্বাদের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই সবথেকে বড় চ্যালেঞ্জ সাদা কালো শিবিরের কাছে।