শিক্ষক মহাশয় রেগে অগ্নিশর্মা। তাঁর প্রহারে খুদে পড়ুয়ারা জখম। বীরভূমের (Birbhum) বোলপুর মালা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্য। হাসপাতালে পড়ুয়ারা।
বোলপুর মালা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় ৩০ জন ছাত্র-ছাত্রীকে মারধর করার অভিযোগ। পারুই থানার অন্তর্গত মালা প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ারা চিৎকার করছিল। এতেই রেগে অগ্নিশর্মা প্রধান শিক্ষক অভিজিৎ পাইন। অভিযোগ, তিনি পড়ুয়াদের মারধর করেন।
পড়ুয়াদের চিকিৎসা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। কয়েকজন পড়ুয়ার আঘাত বেশি। তারা হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
অভিভাবকদের অভিযোগের পর পাড়ুই থানার পুলিশ ওই প্রধান শিক্ষক অভিজিৎ পাইনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
জখম পড়ুয়াদের অভিভাবকদের দাবি, শিক্ষককে দ্রুত বদলি করা হোক। তিনি বিদ্যালয়ে থাকলে শিশুরা বিদ্যালয়ে যেতে চাইবে না।