মধ্য রাতের প্রায় শেষে বিশ্বকাপের আসরে নামতে চলেছে ব্রাজিল, প্রতিপক্ষ সার্বিয়া। এই নিয়ে গোটা ফুটবল দুনিয়া আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গিয়েছে।এর বাইরে নেই ইস্টবেঙ্গল এফসি ক্লাবও (East Bengal)।
দলে এলিয়ান্দ্রো, ক্লিনটন সিলভা ব্রাজিলিয়ান হওয়ায় কাপযুদ্ধের রেশ লাল হলুদ শিবিরের অন্দরমহলে ঢুকে পড়েছে।নিজেদের প্র্যাকট্রিসের মাঝে আর্জেন্টিনা বনাম সৌদি আরব ম্যাচ নিয়ে সিলভা, এলিয়ান্দ্রোদের মাতামাতি ধরা পড়েছিল।এবার তো নিজের দেশ খেলতে নামছে।তাই বাড়তি উচ্ছ্বাস থাকাটাই স্বাভাবিক ক্লিনটন সিলভাদের মধ্যে।
Our Brazilian boys 🇧🇷 are ready to support the #Seleção in their #FIFAWorldCup opener tonight! 🤩
Bengal, are you ready to witness some #SambaMagic in #BRASRB? 🤔⚽️✨#JoyEastBengal #Qatar2022 pic.twitter.com/tZeZuVkWqQ
— East Bengal FC (@eastbengal_fc) November 24, 2022
সেলেকাওরা মাঠে নামবে আর গোটা ফুটবল দুনিয়া জেগে থাকবে,রাত জেগে বিশ্বকাপ দেখা,এরপর সকালে উঠে মহল্লার চায়ের দোকানে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, নিয়ে বাঙালি ভক্তদের চুলচেরা বিশ্লেষণ কাবিলে তারিফ।