স্বস্তির খবর লাল-হলুদ ভক্তদের কাছে।ইন্ডোর প্র্যাকট্রিস সেশনে জিমনাসিয়ামে ঘাম ঝড়াতে দেখা যাচ্ছে জর্ডন ও’ডোহার্টিকে। বুধবার, এমনই টুইট পোস্ট করেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। এদিন বেলা নাগাদ ইস্টবেঙ্গলের এই টুইট পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার দলের সঙ্গে বেশ কিছুক্ষণ মাঠে অনুশীলন করেন জর্ডন।বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় অজি এই মিডফ্লিডারকে।
আগামী শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসির ম্যাচ রয়েছে ওড়িশা এফসির সঙ্গে।ফলে ডোহার্টির ওড়িশার বিরুদ্ধে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।কিন্তু এদিন জর্ডনকে নিয়ে দলের টুইট পোস্ট অনিশ্চয়তার কালো মেঘ সরিয়ে দিয়েছে।