নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে জয়ের ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেনি ATKমোহনবাগান। বিশেষ করে ম্যাচের প্রায় শেষ মুহুর্তে, ৮৯ মিনিটে শুভাশিস বোসের দুরন্ত হেডার হাইল্যান্ডারদের জালে জড়াতেই তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় সবুজ মেরুন ব্রিগেডের।এই নিয়ে শুক্রবার, দলের টুইটার হ্যান্ডেলে পোস্টের ক্যাপসনে লেখা,”লড়াই করো হার না মানা।
@subhasis_bose15
#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন”
শুভাশিসের ওই গোলের সুবাদে ATKমোহনবাগান শুধু যে ইন্ডিয়ান সুপার লিগে(ISL) ম্যাচ জিতেছে তাইই নয়,সঙ্গে পয়েন্ট টেবলে দুই নম্বরে উঠে এসেছে।এখন লিগ টপারের হাতছানি মেরিনার্সদের সামনে।
প্রসঙ্গত,ম্যাচের ৩৬ মিনিটে লিস্টন কোলাসোর গোলে লিড নেয় সবুজ মেরুন ব্রিগেড। খেলার প্রথমার্ধে নর্থইস্ট গোল শোধ করতে পারেনি।দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে ইভান্সের গোলে সমতায় ফেরে নর্থইস্ট ইউনাইটেড এফসি।
লড়াই করো হার না মানা। 💚♥️@subhasis_bose15 🙌🏻#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/kAf24k4Wdo
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 11, 2022
এরপর গোলের লিড বাড়ানোর জন্য চাপ বাড়ায় গঙ্গা পাড়ের ক্লাব।একাধিক সুযোগ হাতছাড়া হয় প্রীতম কোটালদের। খেলা শেষ হওয়ার এক মিনিট(৮৯) আগে শুভাশিস বোসের করা গোলে যুবভারতী থেকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ATK মোহনবাগান। এমন আবহে ভক্তরাও তাদের প্রিয় দলের খেলোয়াড় শুভাশিস বোসকে নিয়ে আহ্লাদে আটখানা।