Bollywood: ইঙ্গিতপূর্ণ এবং দর্শকদের মনে আগ্রহের বীজ পুঁতে দিলেন ‘দ্য খিলাড়ি ম্যান’ 

বলিউড(Bollywood) সিনেমা জগতে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা সবাই সবার মতন করে সুপারস্টার। বলিউডের বিশেষত ইদানিংকালে ভিন্নধারার গল্প নিয়ে সিনেমা তৈরি করা হচ্ছে। একটু আলাদা ধরনের সেই সকল…

Bollywood: ইঙ্গিতপূর্ণ এবং দর্শকদের মনে আগ্রহের বীজ পুঁতে দিলেন 'দ্য খিলাড়ি ম্যান' 

বলিউড(Bollywood) সিনেমা জগতে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা সবাই সবার মতন করে সুপারস্টার। বলিউডের বিশেষত ইদানিংকালে ভিন্নধারার গল্প নিয়ে সিনেমা তৈরি করা হচ্ছে। একটু আলাদা ধরনের সেই সকল সিনেমা দর্শকদের কাছে কোন সময় হিট হলেও আবার কোন সময় হয় ফ্লপ। বলিউড জগতের একটু ভিন্ন ধরনের সিনেমা বলতে উল্লেখযোগ্য যে সকল সিনেমাগুলি আছে তা হল- রা ওয়ান, বাজরঙ্গি ভাইজান, তারে জমিন পের, টয়লেট, সুই ধাগা,বদলাপুর,প্যাডম্যান, থ্রী ইডিয়ট এবং আরও অনেক।

https://www.instagram.com/reel/CkuaGJdpOjv/?igshid=YmMyMTA2M2Y=

Advertisements

বলিউড সিনেমা জগতের অন্যতম সুপারস্টার অক্ষয় কুমার তার বর্তমান বয়সে বিগত বেশ কিছু বছর আগে ভিন্ন স্বাদের সিনেমা টয়লেট ও প্যাডম্যানতে অভিনয় করায় বহু প্রশংসা অর্জন করেছিলেন দর্শকের কাছ থেকে। কিন্তু, বর্তমানে অভিনেতা সেই ভিন্ন স্বাদের ধারার সিনেমাকে অনুসরণ করে লক্ষী, রাম সেতু, কেশরী, গোল্ড, রক্ষা বন্ধন, মিশন মঙ্গল চলচ্চিত্রে অভিনয় করাতে তেমনভাবে কোনো উল্লেখযোগ্য সাড়া ফেলতে পারেনি দর্শকদের মনে। তাই সমালোচকরা অনুমান করছেন যে,অভিনেতা খানিক বাধ্য হয়ে ইনস্টাগ্রামে একটি ছোটো ভিডিও পোস্ট করে। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেতা স্বয়ং বলছেন, “কিছু নতুনত্ব করতে যাচ্ছি। অনেক পরিশ্রম করেছি অনেকদিন ধরে করছি। আপনাদেরকেও বলছি, দারুণ জিনিস। দেখুন” এই মন্তব্যের মাধ্যমে অভিনেতা ঠিকই ইঙ্গিত দিতে চেয়েছে তা এখনো অবধি দর্শকদের কাছে স্পষ্ট নয়। এই ভিডিও নেট দুনিয়ায় পোস্ট হবার সাথে সাথেই দর্শকদের মনে এক প্রশ্নবোধক চিহ্নের উদয় হয়েছে। সিনেমা প্রেমীসহ অভিনেতার দর্শকদের এখন মনে একটাই প্রশ্ন যে, অক্ষয় কি কোন নতুনত্ব সিনেমা আসার ইঙ্গিত দিল? নাকি অভিনেতা কোন অভিনব উদ্যোগ এর ইঙ্গিত দিল দর্শকদের কাছে?