আগামী বৃ্হস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ATK মোহনবাগানের ম্যাচ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এই খেলা হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে,সন্ধ্যে ৭.৩০ মিনিটে খেলা শুরু হবে।
সোমবার ATKমোহনবাগানের টুইট পোস্ট থেকে জানা গিয়েছে,এই ম্যাচের অফলাইন টিকিট পাওয়াতে যাবে মোহনবাগান ক্লাব এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স ৪ থেকে, সকাল ১১ থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই ম্যাচের টিকিট পাওয়া যাবে।
প্রসঙ্গত,চলতি টুর্নামেন্টে ডার্বি ম্যাচ জয়ের পর মুম্বই সিটি এফসির বিরুদ্ধে রেফারির বিতর্কিত লাল কার্ড দেখানোয় লেনি রড্রিগেজকে মাঠ ছাড়তে হয়।১০ জনের ATKমোহনবাগান যেভাবে প্রতিকূল স্রোতে আইল্যান্ডারদের বিরুদ্ধে ২-২ গোলের সমতাতে খেলা শেষ করেছে তাতে করে সবুজ মেরুন ব্রিগেডের খেলোয়াড়দের টিমগেম নির্ভর পারফরম্যান্সকে অনেক উচুতে নিয়ে গিয়েছে।তাই খেলা শেষে ব্র্যান্ডন হামিলদের হেডস্যার হুয়ান ফেরান্দো টিমের ছেলেদের খেলায় খুশি এমনটা জানাতে মোটেও ভুল করেননি।
📣 UPDATE 📣
🚨 Offline tickets are now available for our upcoming home game against NorthEast United FC! 🚨#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/LRJ3H8FLkv
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 7, 2022