আইল্যান্ডারদের বিরুদ্ধে জয়ের খরা কাটাতে মরিয়া মোহনবাগান

রবিবার মুম্বই ফুটবল এরিনাতে মুখোমুখি হতে চলেছে ATKমোহনবাগান (ATK Mohun Bagan), প্রতিপক্ষ মুম্বই সিটি এফসির। ইন্ডিয়ান সুপার লিগে (ISL)যতবার মুম্বইয়ের মুখোমুখি হয়েছে, ততবারই ব্যর্থ হয়ে…

ATK Mohun Bagan tactics again city AFC Cup

রবিবার মুম্বই ফুটবল এরিনাতে মুখোমুখি হতে চলেছে ATKমোহনবাগান (ATK Mohun Bagan), প্রতিপক্ষ মুম্বই সিটি এফসির। ইন্ডিয়ান সুপার লিগে (ISL)যতবার মুম্বইয়ের মুখোমুখি হয়েছে, ততবারই ব্যর্থ হয়ে মাঠ ছাড়তে হয়েছে সবুজ-মেরুন বাহিনীকে। তাই মুম্বইর মতো শক্ত গাটের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে হারিয়ে জয় পেতে মরিয়া মেরিনার্সরা।

Advertisements

হুয়ান ফেরান্দোর কোচিং’এ গত ISL সেশনের দ্বিতীয় লেগে এবং চলতি মরসুমে ডুরান্ড কাপে দু’বারই ১-১ গোলে ড্র হয়েছে। আর একটু পিছনের দিকে গেলে স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের কোচিং সেশনে সবুজ মেরুন ব্রিগেড আইল্যান্ডারদের বিরুদ্ধে ১-৫ গোলে হারতে হয়েছে,যা দু’দলের মধ্যে জয় পরাজয়ের বড় রেকর্ড।

Advertisements
   

ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে মোট ৫ বার, চারবারই জিতেছে মুম্বই সিটি এফসি। এক ম্যাচ ড্র হয়েছে। এর বাইরে গত অগাস্টে ডুরান্ড কাপে দুই দল মুখোমুখি হলে তাও ১-১ হয়। ৭৭ মিনিট পর্যন্ত লিস্টন কোলাসোর গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি সবুজ-মেরুন শিবির। ISL’এ প্রথম মুখোমুখিতে মুম্বই জেতে ১-০ গোলে। দ্বিতীয়বার তারা জেতে ২-০ ‘তে। ওই মরশুমে ফাইনালে মুম্বই জেতে শেষ মুহূর্তে বিপিন সিং’র গোলে। গত ISL সেশনের প্রথম লেগে ৫-১ গোলের বড় ব্যবধানে জেতে মুম্বই। দ্বিতীয় লেগের ম্যাচ ড্র হয় ১-১ গোলে। তাই এবার জয় পেতে মরিয়া হুয়ান ফেরান্দোর কোচিং’এ খেলা ATKমোহনবাগান।