- টুইটারের ৮ হাজার কর্মীর প্রায় অর্ধেক ছাঁটাই হতে পারেন (Twitter)
- ভারতে ছাঁটাই শুরু করেছে টুইটার কর্তৃপক্ষ
টুইটার (Twitter) জুড়ে আতঙ্ক এই বুঝি চাকরি গেল। চাকরি যে বহু কর্মীর যাবেই তার সংকেত দিয়েছেন নতুন কর্ণধার ইলন মাস্ক। তিনি টু়ইটার কেনার পর কর্মীদের কাছে এসেছে সংস্থাটির ইমেইল। এতে বলা হয়েছে, টুইটারের ভালোর জন্য কর্মী ছাঁটাই করা হবে। প্রতিষ্ঠানটির অফিসগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে।
- টুইটার কর্মীদের প্রবল আতঙ্ক
- কর্মীদের অফিসে ঢুকতে নিষেধাজ্ঞা জারি
- মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়ে চাঞ্চল্য
সামাজিক যোগযোগ মাধ্যমের এই প্লাটফর্মটি মুনাফা আয় করতে এখনও হিমশিম খাচ্ছে। তাই এক্ষেত্রে বেতন-ভাতা কমানো একটি সমাধান বলে এটি মনে করছে।
BBC জানাচ্ছে, ইলন মাস্ক গত সপ্তাহে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার চুক্তিতে টুইটার কিনেছেন। তিনি সংস্থাটির প্রধান নির্বাহী।
বিশ্বজোড়া সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থা টুইটার ইমেইলে বলেছে, আমরা বিশ্বব্যাপী আমাদের কর্মী সংখ্যা কমিয়ে আনার কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব। আমরা বুঝতে পারছি টুইটার ব্যাপ্তির পিছনে যারা মূল্যবান অবদান রেখেছেন, তাদের অনেকের ওপর এই সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে এমন দুর্ভাগ্যজনক পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।
AFP জানাচ্ছে, কর্মীর যতক্ষণ না ইমেইল পেয়ে জানতে পারছেন তাদের যে চাকরি হারিয়েছে কিনা, ততক্ষণ অফিস ভবনে ঢুকতে পারবে না।
Twitter বলেছে, যাদের চাকরিতে এটির প্রভাব পড়বে না, তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে। যাদের চাকরি চলে যাবে, তাদের ব্যক্তিগতভাবে মাধ্যমে পরবর্তী পদক্ষেপ জানানো হবে। অফিস প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে সীমিত করা হবে।
ইলে মাস্ক দায়িত্ব নেওয়ার টুইটারে বিনিয়োগ করেছে ক্রিপ্টোকারেন্সি সংস্থা বিনান্স। এই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আধিকারিক চ্যাংপেং ঝাও জানান, অল্প সংখ্যক জনবল কাজকে আরও অর্থবহ করে তুলবে।