অবশেষে চলে এল সেই দিন। বলিউড জগতের ছোটপর্দার অভিনেত্রী উড়ফি জাভেদকে (Uorfi Javed) দেখতে পাওয়া যাচ্ছে অর্ধনগ্ন অবস্থায়। এর আগেও অভিনেত্রী প্রায় অর্ধনগ্ন অবস্থায় এসেছেন দর্শকদের সামনে।
কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী তার দেহের উর্ধাংশ প্রায় কিছুই আবরণ নেই শুধুমাত্র তার বক্ষযুগলকে ছোট দুটি টেপ দিয়ে ঢেকে দিয়েছে এবং অভিনেত্রীর নিম্নাঙ্গে রয়েছে লং কালো রঙের প্যান্ট। অভিনেত্রীর এই রূপ দেখে যুব সমাজের বহু যুবকরাই তাদের নিজের কামুকতাকে সামলে রাখতে পারছেন না। অ
ভিনেত্রীর বিরুদ্ধে তীব্র সমালোচনা হওয়া সত্বেও দিনে দিনে যুবকরা তাদের যৌবনকে সামলাতে না পেরে উড়শির প্রতি আকৃষ্ট হয়ে উঠছেন। এই সকল ধরনের মন্তব্যের আভাস পাওয়া সত্ত্বেও অভিনেত্রী জোর কণ্ঠে তীব্রভাবে বলেন, ‘এমন কি আর বেশি কিছু দেখে নেবে, যা তোমার মা-বোনেদের আছে তা আমারও আছে। শুধু সাইজের ফারাক’। কিন্তু, অভিনেত্রী কোনোকিছু সমালোচনার তোয়াক্কা করে না।
https://www.instagram.com/reel/Ckh_CeBjZQS/?utm_source=ig_web_copy_link