Anushka Sharma: কলকাতা ভ্রমণে এসে আপ্লুত, ছবি শেয়ার মিসেস কোহলির

লোকে বলে কলকাতার নাকি আনন্দের শহর। এই শহরে ভিন্ন শহর কিংবা ভিন্ন দেশ থেকে আসা মানুষ এখানকার কিছু বিখ্যাত খাবার খাবেনা তা হতেই পারেনা। ভারতের…

Anushka Sharma: কলকাতা ভ্রমণে এসে আপ্লুত, ছবি শেয়ার মিসেস কোহলির

লোকে বলে কলকাতার নাকি আনন্দের শহর। এই শহরে ভিন্ন শহর কিংবা ভিন্ন দেশ থেকে আসা মানুষ এখানকার কিছু বিখ্যাত খাবার খাবেনা তা হতেই পারেনা। ভারতের বিশেষত অন্য জাতির মানুষেরা বাঙালি জাতিকে চেনে তাদের খাবার দিয়ে। বাঙালি ঝাল হোক কিংবা মিষ্টি সবেতেই সেরা, বাঙালি জানে নিজের ঐতিহ্যকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয়।

আর ঐতিহ্য ভরা শহরের বুকে এসে সেই শহরে বিখ্যাত কিছু খাবার না খেয়ে কি করে বাড়ি ফেরার যায় বলুন তো? তাই বেশি দেরি না করে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা কোহলি( Anushka Sharma Kohli) কলকাতা শহরে শ্যুটিং করতে এসে তিলোত্তমার কিছু নামকরা দোকানের খাবার খেয়ে গেছেন। আর অভিনেত্রী জীবনে এত কিছু অভিজ্ঞতা কলকাতা শহর থেকে অর্জন করবেন এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে না তা হতেই পারে না। তাই অভিনেত্রী সেই সকল অভিজ্ঞতার কিছু ফটো সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করেছেন দর্শকদের সাথে।

Advertisements

কখনো অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে কলকাতার গঙ্গার ঘাটে আবার কখনো অভিনেত্রী খাচ্ছেন মিষ্টি দই রসগোল্লা। এমনকি তিনি কলকাতার বিখ্যাত কচুরি থেকে শুরু করে ল্যসি সবকিছুই টেস্ট করেছেন। খাওয়া দাওয়া নিয়েই অভিনেত্রী থেমে থাকেননি, অভিনেত্রী ঘুরে বেড়িয়েছেন এই শহরের বিভিন্ন আনাচে-কানাচে। বেলুড় মঠ থেকে শুরু করে কালীঘাটের মন্দির ঘুরে বেড়িয়েছেন অনুষ্কা। এই সকল কলকাতা কেন্দ্রিক ফটো অভিনেত্রী ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেখে সিনেমা প্রেমীদের মধ্যে বিশেষত কলকাতা বাসীরা বড়ই আপ্লুত। 

অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট বক্সে খেয়াল করলেই দেখতে পাওয়া যাবে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরাও অভিনেত্রীকে মন্তব্য করে কার্যত হিংসা করেছেন এমনকি কলকাতার নতুন জামাই বলিউডের অন্যতম অভিনেতা রাজকুমার রাও মন্তব্য করে বলেছেন, ” কলকাতা এবং মিষ্টি সিঙ্গারা। সেরা সমন্বয় চিরতরে”।