Gujarat Election: গুজরাটের পতিদার আন্দোলনেও ভাগ বসালেন কেজরিওয়াল

গুজরাট বিধানসভা নির্বাচনের (Gujarat Election) আগে বিরাট পদক্ষেপ (AAP) আম আদমি পার্টির৷ পতিদার আন্দোলনের অন্যতম মুখ অল্পেশ কাটারিয়া অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দলে যোগদান করলেন৷…

arvind kejriwal

গুজরাট বিধানসভা নির্বাচনের (Gujarat Election) আগে বিরাট পদক্ষেপ (AAP) আম আদমি পার্টির৷ পতিদার আন্দোলনের অন্যতম মুখ অল্পেশ কাটারিয়া অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দলে যোগদান করলেন৷ রবিবার ভাবনগরের জনসমাবেশ থেকে আম আদমি পার্টিতে যোগদান করবেন তিনি৷

Advertisements

একসময় পতিদার আন্দোলনের অন্যতম নেতা হার্দিক প্যাটেলের সঙ্গী অল্পেশ৷ এই মুহুর্তে কংগ্রেস ঘুরে বিজেপিতে রয়েছেন হার্দিক৷ গুজরাটে সরাসরি লড়াই বিজেপি বনাম কংগ্রেস হলেও এক্স ফ্যাক্টর আম আদমি পার্টি। তাই অল্পেশকে এনে বাজিমাত করতে চাইছেন কেজরিওয়ালের দল৷

   

অল্পেশ কাতারিয়া শুধুমাত্র নয়, ধার্মিক মালবীয়র যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, প্রথমে কংগ্রেসের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আসন নিয়ে রাজি হয়নি অল্পেশ৷ পরে আম আদমি পার্টির প্রস্তাবে রাজি হয়ে যান তিনি।

Advertisements

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদের জন্য নির্বাচনের কথা ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। একেবারে পাঞ্জাবের কায়দাতেই নির্বাচনের মুখ খুঁজে নিতে চাইছেন তিনি। সেক্ষেত্রে রাজনৈতিক জল মাপাও সহজ হবে বলেই মনে করা হচ্ছে।