জাল ভোটার ভুয়ো ভোটার নিয়ে বিস্তর অভিযোগ ভোটের দিন আসে। আর প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন করা হয়। নতুন তালিকা প্রকাশের আগে (EC) নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠক করে। এবার রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে তেমনই পদক্ষেপ। ২ নভেম্বর দুপুর আড়াইটে নাগাদ নির্বাচন কমিশনের কলকাতার দফতরে হবে এই বৈঠক। বৈঠকে উপস্থিত থাকার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
খসড়া ভোটার তালিকা প্রকাশ করার আগে প্রতিটি রাজ্যের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রয়োজনীয় সংশোধন এবং পরিমার্জনের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। জানুয়ারি মাসেই নতুন ভোটার কার্ড তুলে দেওয়া হয়।
নির্বাচনের কমিশনের নির্দেশ মেনে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবার কলকাতায় উপস্থিত হবেন।
আগামী বছরের ৫ জানুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেজন্যই সারা দেশের ভোটার তালিকার খসড়া ৯ নভেম্বর প্রকাশ করা হবে। ডিসেম্বরের ৮ তারিখ অবধি চলবে তালিকা সংশোধনের কাজ।
আগামী বছরেই একাধিক রাজ্যের নির্বাচন রয়েছে। তাই জানুয়ারি মাস থেকে পরবর্তী এক বছর অবধি বিভিন্ন রাজ্যের নির্বাচন ও উপনির্বাচন হবে নতুন তালিকার ভিত্তিতেই।
খসড়া ভোটার তালিকা প্রকাশ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য বিশেষ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।