ইতালিতে (Italy) প্রকাশ্যে ছুরির আঘাতে জখম হয়েছেন আর্সেনালের ডিফেন্ডার (Pablo Mari) পাবলো মারি। তিনি চিকিৎসাধীন। আঘাতের অংশে ছোট অপারেশন হয়েছে। তিনি আপাতত বিপদমুক্ত বলে জানিয়েছে হাসপাতাল।
Sports Star জানাচ্ছে, আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারির পেছনে ছুরিকাঘাত করা হয়েছে। আঘাত গুরুতর নয়। চিকিৎসা চলছে।
আর্সেনাল ম্যানেজার মাইকেল আর্টেটা জানান, মারির আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখছেন আর্সেনালের টেকনিক্যাল ডিরেক্টর এডু। মারি হাসপাতালে ভালো আছেন
BBC জানাচ্ছে মিলান শহরের এক শপিংমলে মধ্যবয়স্ক এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা করে। একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। এদের মধ্যে ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব আর্সেনালের মারি রয়েছেন।
আল জাজিরা জানাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায় ইতালির মিলান শহরের ওই শপিংমলে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী ব্যক্তিকে প্রথমে জঙ্গি সন্দেহ করা হয়। তবে তদম্তে নেমে মিলানের পুলিশ জানায় তিনি জঙ্গি নন। কী কারণে তিনি ছুরি নিয়ে হামলা করলেন তা জানতে তদন্ত চলছে। বছর ৪৬ এর এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শপিংমলের ক্রেতারা।
ইতালির সংবাদ মাধ্যমের খবর, হামলাকারীর মানসিক রোগে আক্রান্ত। শপিংমলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। তার ছুরিকাঘাতে ৩০ বছরের এক যুবক নিহত হয়েছেন।