নতুন পোশাকে আবার হাজির উরফি জাভেদ(Urfi Javed)। সমালোচনার জগতে অন্যতম মুখ উরফি, রোজ কিছু না কিছু অভাবনীয় বস্তু দ্বারা তৈরী পোশাক পরে চলে আসবে দর্শকদের সামনে। বর্তমানে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে ক্যাসেটের টেপ দিয়ে তৈরী একটি পোষাক পরে চলে এসেছে দর্শদের সামনে।
https://www.instagram.com/reel/CkLZLgeDopt/?igshid=YmMyMTA2M2Y=
কার্যত তিনি শুধুমাত্র শরীরে টেপগুলিকে কোনোরকমে শরীরে জড়িয়ে বেরিয়ে পড়েছেন সমাজের সামনে। অভিনেত্রী তার উর্ধাঙ্গ এবং নিম্নাঙ্গ কেবল টেপ দ্বারা আড়াল করেছে। এই ধরনের পোশাক পরিচ্ছেদ করার জন্য অভিনেত্রী আবার সমালোচনার সম্মুখীন হচ্ছে।
অভিনেত্রী যে এই ধরনের সমালোচনার সম্মুখীন প্রথমবার হচ্ছে তা নয়, এর আগে বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে অভিনেত্রীর সাথে। অভিনেত্রী রীতিমতো এই সকল সমালোচনাকে তোয়াক্কা না করে বরং দোষ দিয়েছে সমাজের দৃষ্টিভঙ্গিকে।
অভিনেত্রী এর আগেও ব্লেডের পোশাক থেকে শুরু করে কাঁচের পোশাক, থলের পোশাক, চাদরের পোশাক, তামার তারের পোশাক আরো অনেক ধরনের অভাবনীয় পোশাক পড়েছে। এই অভিনেত্রী প্রাথমিক জীবনে অভিনয় দিয়ে বলিউড জগতে যাত্রা শুরু করলেও বর্তমানে তার পোশাক পরিচ্ছেদের জন্য সকলেই নজরে আসে।
https://www.instagram.com/reel/CkLZLgeDopt/?utm_source=ig_web_copy_link