আগামী শনিবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম লেগের ডার্বি ম্যাচ,কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। হাইপ্রেসার এই ম্যাচের আগে কেরালা ব্লাস্টার্সকে ২-৫ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ATK মোহনবাগান (ATK Mohun Bagan)।
লিগে টপ ফর্মে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। ISL ক্রীড়াসূচি অনুযায়ী হুয়ান ফেরান্দোর ছেলেদের পরের হার্ডল ডার্বি ম্যাচ, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে। এই প্রেসার গেমের আগে বাগান ফুটবলার শুভাশিস বোসের দীপাবলি উপলক্ষ্যে একটি পোস্ট ভাইরাল সামাজিক মাধ্যমে।
ওই পোস্টে শুভাশিস ক্যাপসনে লিখেছে, “সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা। আলো এবং ভালোবাসার এই উৎসব আমাদের সবার জীবনে আনন্দ বয়ে আনুক!✨
.
.
#HappyDiwali #Diwali #Festival #Lights “প্রসঙ্গত,ডার্বি ম্যাচ নিয়ে অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন ATK মোহনবাগান (ATK Mohun Bagan) হেডকোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando )।ডার্বি ম্যাচের আগে বড় ব্যবধানে জয় প্রতীম কোটাল, কিয়ান নাসিরি,হুগো বউমাসদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। পিছিয়ে নেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি। নর্থইস্ট ইউনাইটেড এফসিকে তাদেরই ঘরের মাঠ গুয়াহাটিতে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছে, যা নিঃসন্দেহে লাল হলুদ ব্রিগেডকে ডার্বি ম্যাচের আগে বাড়তি অক্সিজেন জোগাবে।
Wishing everyone a very Happy Diwali. 🪔 May this festival of lights and love bring joy in all our lives!✨
.
.#HappyDiwali #Diwali #Festival #Lights pic.twitter.com/NvzojJlwYQ— Subhasish Bose (@subhasis_bose15) October 24, 2022
একটা সময়ে মনে হয়েছিল ডার্বি ম্যাচ একপেশে হতে চলেছে ইস্টবেঙ্গলের হতাশা জনক পারফরম্যান্সের নিরিখে। কিন্তু গেম চেঞ্জ হয়েছে,লাল হলুদ খেলোয়াড়দের ম্যাচ টেম্পারমেন্টের আমূল বদল এসেছে নর্থইস্ট ম্যাচে এবং হাইল্যান্ডারদের হারিয়ে। ফলে শনিবারের হাইপ্রেসার গেম হাড্ডাহাডি হতে চলেছে।
দু’দলের সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই ডার্বি ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।অনলাইনে ডার্বি ম্যাচের টিকিট মুহুর্তে ফুরিয়ে গিয়েছে। অফলাইনে টিকিট জোগাড়ের জন্য হাপিত্যেশ করে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দু’দলের ভক্তরা।