টানা দু’ম্যাচ হারের পর চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) তিন নম্বর ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ১-৩ গোলে জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি। ডার্বি ম্যাচের আগে এই জয় নিঃসন্দেহে লাল হলুদ খেলোয়াড় এবং তাদের হেডস্যার স্টিফেন কনস্টাটাইনের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস জোগাড়ের সঠিক রাস্তা। এই রাস্তাতে হেটে কার্যত বোমা ফাটালেন পোড়খাওয়া ইস্টবেঙ্গলের বৃটিশ কোচ।
খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “৪-৫ সপ্তাহে একটা ধারাবাহিক জয়ী দলকে তৈরি করা যায় না। সময় লাগে। বলবেন অজুহাত। কিন্তু এটাই সত্যি।” লাল হলুদ সমর্থক থেকে শুরু করে সংবাদমাধ্যম কাউকেই রেয়াত না করে আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেন কনস্টাটাইন।
ম্যাচে প্রতিপক্ষ নর্থইস্টের পারফরম্যান্সের প্রসঙ্গে ইস্টবেঙ্গল কোচ বলেন,”ওদের প্রথম ম্যাচ দেখার পর মনে হয়েছিল, ড্র-টা ওদের প্রাপ্য ছিল। দলটা ভাল এবং পরিশ্রমী। ওরাও নতুন করে দল গড়ে তোলার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। মার্কোর কাজটাও খুব কঠিন। “তবে জয়ের এই উল্লাসে গা ভাসাতে নারাজ কনস্টাটাইন তা বোঝা গেল কৌশলী লাল হলুদ কোচের কথায়। স্টিফেন কনস্টাটাইনের কথায়,”আমরা আজকে একটা ম্যাচ জিতেছি বলে ভাববেন না আমরা এক নম্বর হয়ে গিয়েছি বা সেরা ছয়ে ঢুকে পড়েছি। এর অর্থ, আমরা আমাদের কাজ করেছি। তাই তিন পয়েন্ট পেয়েছি। এখন আমাদের লক্ষ্য এই ছন্দ বজায় রেখে এগিয়ে যাওয়া।”
জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখা চ্যালেঞ্জিং তা ভালোই বোঝেন অভিঞ্জ লাল হলুদ কোচ,তাই সতর্ক। আগামী ২৯ অক্টোবর মহাডার্বি ম্যাচ,চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি আর ATKমোহনবাগান দু’দলের ‘পাখির চোখ’ এখন এই হাইপ্রেসার গেম। টানা ৬ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। রঙের এই প্রলেপে নতুন করে কোন রঙের প্রলেপ পড়বে তা নিয়ে মাইন্ড গেম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুই শিবিরে। কার্ত্তিক মাসের হাল্কা শিরশিরে হিমেল আবহে ডার্বি ম্যাচ নিয়ে পারদ একটু একটু করে চড়তে শুরু করেছে।