Tet Scam: পুলিশি ঘেরাটোপে চাকরি প্রার্থীরা, ধর্নায় পৌঁছে মীনাক্ষীর বার্তা ‘রক্ষা করব’

করুণাময়ী এপিসি ভবনের বাইরে ১৪৪ ধারা লাগু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এরপরেই টেট পাশ চাকরি প্রার্থীদের তুলতে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী। (Tet Scam) পুলিশের…

Tet Scam: পুলিশি ঘেরাটোপে চাকরি প্রার্থীরা, ধর্নায় পৌঁছে মীনাক্ষীর বার্তা 'রক্ষা করব'

করুণাময়ী এপিসি ভবনের বাইরে ১৪৪ ধারা লাগু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এরপরেই টেট পাশ চাকরি প্রার্থীদের তুলতে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী। (Tet Scam) পুলিশের কথা মেনেই মানব বন্ধনে শামিল হন চাকরি প্রার্থীরা। রাতে তাদের সঙ্গে দেখা করতে CPIM ছাত্র যুব নেতৃত্ব। উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি (Minakshi Mukherjee), ময়ূখ বিশ্বাসরা। তারা জানান, আক্রমণ করলে বুক আগলে রক্ষা করব৷

Advertisements

বৃহস্পতিবার চাকরি প্রার্থীদের মঞ্চে উপস্থিত হন বাম ছাত্র যুব নেতৃত্ব। চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আবেদন রাখেন মীনাক্ষীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী বলেন, সবাই থাকবে এখানে৷

   

পর্ষদ সভাপতি গৌতম পালের অভিযোগ, কেউ কেউ রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছেন৷ সেই প্রসঙ্গে মীনাক্ষী বলেন, যোগ্যদের চাকরি চাইতে এলে যদি বলে রাজনৈতিক রঙ, তো রাজনৈতিক রঙ। একইসঙ্গে চাকরি প্রার্থীদের সঙ্গে ছাত্র যুবরা সারা রাত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisements

উল্লেখ্য, আন্দোলনকারীদের অবস্থান বিক্ষোভের কারণে সমস্যা দেখা দিচ্ছে এমনটাই দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ এরপরেই কলকাতা হাই কোর্টের তরফে জানানো হয়, ১৪৪ ধারা মানতে হবে চাকরি প্রার্থীদের। বিধাননগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি যেন পর্ষদ অফিসে কর্মীদের ঢোকা বের হওয়ার ব্যবস্থা করতে হবে। আগামী ৪ নভেম্বর অবধি এই নিয়ম বলবৎ থাকবে। এরপরেই তৎপর হয় প্রশাসন৷ করুণাময়ীতে মোতায়েন বিরাট পুলিশ বাহিনী।

দীর্ঘ অনশন আন্দোলনের জেরে অসুস্থ হয়ে পড়েছেন বহু চাকরি প্রার্থীরা। তাদের অনেককেই  বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷