ডার্বি ম্যাচের আগে ISL-এ জয় পেল ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ৩-১ গোলে হারিয়ে দিল স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা। এই জয়ের সঙ্গে লাল হলুদ সমর্থকদের চোখে মুখে স্বস্তির হাসি ফুটে উঠলো।
চলতি ইন্ডিয়ান সুপার লিগের(ISL) তিন নম্বর ম্যাচে জয় পেল পদ্মা পাড়ের ক্লাব।ম্যাচের ১১ মিনিটে ক্লেইটন সিলভার গোলে লিড নেয় ইস্টবেঙ্গল। ৫২,৮৪ মিনিটে লাল হলুদের হয়ে স্কোর করেন কিরিয়াকো এবং জর্ডন। নর্থইস্টের হয়ে ৯২ মিনিটে অতিরিক্ত সময়ে গোল করেন ডার্বিশায়ার।
এর আগে ইন্ডিয়ান সুপার লিগে( ISL) দু’দল মোট ৪ বার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। তিন ম্যাচ জিতেছিল নর্থইস্ট আর এক ম্যাচ ড্র হয়। কিন্তু এবার হিসেব পাল্টে গেল,৫ বারের মুখোমুখি লড়াইতে প্রথমবার হাইল্যান্ডারদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল জিতলো।
মাত্র ৪ সপ্তাহের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল ISL অভিযানে নেমে ওপেনিং ম্যাচ কেরালা ব্লাস্টার্স এফসি’র কাছে হেরে যায়। নতুন দল,নতুন সেট আপ সাফল্য পেতে হলে সমর্থকদের ধৈর্য্য রাখতে হবে প্রথম থেকেই একথা বলে আসছেন লাল হলুদ হেডকোচ কনস্টাটাইন।বৃ্হস্পতিবার, আক্রমণের ঝাজ বাড়িয়ে তিন পয়েন্ট ছিনিয়ে নিলো ইস্টবেঙ্গল এফসি।নিঃসন্দেহে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে নামার আগে এই জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে লাল হলুদ ব্রিগেডকে।