কালীপূজার প্রাক্কালে শক্তির আরাধনা করতে প্রস্তুত যখন সমগ্র বঙ্গবাসী তখন বাংলার তারকারাই বা কেন এই উৎসবে। তাই,ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অভিনেতা অভিনেত্রীদের শুরু হয়ে গেছে উৎসব স্পেশাল ফটোশুট। বলিউডসহ টলিউডেও ছোঁয়া লেগেছে ফটোশুটের।
বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) প্রাক কালীপূজার মরসুমে দীপাবলির জন্য ফটোশুট করতে। ফটো শুটের কিছু ফটো অভিনেত্রী সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে। অভিনেত্রীর পরনে রয়েছে হলুদ রঙের শাড়ি ও কার সাথে কনট্রাস্ট করে ব্লাউজ। খোলা চুল, অল্প মেকআপ ও হালকা গয়নায় অভিনেত্রী হয়ে উঠেছে অপরূপা।
অভিনেত্রীকে দেখে মনে হচ্ছে নারীদের শক্তির প্রতিমুখ হয়ে ওঠেছেন তিনি। ছবিটি পোস্ট হওয়া মাত্রই লাইক পেরিয়েছে ৯ হাজারের গণ্ডি। এই ছবিটি সোশ্যাল মিডিয়া পোস্ট হয় মাত্রই সকল ভক্তরা তাকে অগ্রিম কালী পূজার শুভেচ্ছা বার্তা জানিয়েছে।
https://www.instagram.com/p/Cj7ynxbvWDO/?utm_source=ig_web_copy_link