আর মাত্র ঘন্টা খানেকের অপেক্ষা! গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে কিক অফ হতে চলেছে ইস্টবেঙ্গল(EAST BENGAL) এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের।ইন্ডিয়ান সুপার লিগে( ISL) দু’দল মোট ৪ বার মুখোমুখি হয়েছে। এই চারবারের মধ্যে হাইল্যান্ডারদের পাল্লা সব সময়ে ভারী থেকেছে,একবারও জিততে পারেনি ইস্টবেঙ্গল। ম্যাচ পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে, নর্থইস্ট জিতেছে তিনবার। এক ম্যাচ ড্র হয়েছে।
এমন পরিসংখ্যানের নিরিখে ইস্টবেঙ্গল এফসি হেডকোচ স্টিফেন কনস্টাটাইন নর্থইস্টের বিরুদ্ধে তিন পয়েন্ট পাখির চোখ তা বোঝাতে গিয়ে বলেছেন,”আমরা আগের দুটো খেলায় কিছু ভালো মুহূর্ত দেখেছি। তাই, আমি আশাবাদী যে আমরা আরও ভালো খেলতে পারব এবং সঠিক ফলাফল পেতে পারব।
প্রসঙ্গত, ২০২০-২১ মরশুমে প্রথম লেগে নর্থইস্ট জেতে ২-০-য়। ওই মরসুমের দ্বিতীয় লেগে ফের ইস্টবেঙ্গল হারে ১-২ গোলে। গত মরশুমে প্রথম লেগে নর্থইস্ট ২-০’তে জেতে এবং ফিরতি লেগ ১-১ গোলে ড্র হয়। অর্থাৎ, দু’দলের মুখোমুখি দ্বৈরথে লাল-হলুদ শিবির এখনও বেশ পিছিয়ে। এমন আবহে ইস্টবেঙ্গল এফসি কোচ কনস্টাটাইনের অভয়বাণী হাইল্যান্ডারদের বিরুদ্ধে কতটা কাজে আসে তা নিয়ে কৌতুহল সপ্তমে লাল হলুদ ভক্তদের।