২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগ (ISL) হল লিগে ইস্টবেঙ্গল এফসির তৃতীয় মরসুম। লাল হলুদ শিবির প্রথম সিজনে তারা নবম এবং গত ISL সিজনে ১১ তম স্থানে ‘লাস্ট বয়’ হয়ে শেষ করেছিল। পুরো মরসুমে মাত্র একটি ম্যাচে জয় নিয়ে তারা তলানিতে ঠেকেছিল, এফসি গোয়ার বিরুদ্ধে। স্টিফেন কনস্টানটাইনকে হেডকোচ হিসেবে মনোনীত করে দলকে শক্তিশালী করার জন্য বেশ কিছু নতুন খেলোয়াড় যোগ করা হয়েছে ২০২২-২৩ ISL মরসুমে।
মাত্রে ৪ সপ্তাহের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল ISL অভিযানে নেমে ওপেনিং ম্যাচ কেরালা ব্লাস্টার্স এফসি’র কাছে হেরে যায়। নতুন দল,নতুন সেট আপ সাফল্য পেতে হলে সমর্থকদের ধৈহ্য রাখতে হবে প্রথম থেকেই একথা বলে আসছেন লাল হলুদ হেডকোচ কনস্টাটাইন।
ISL টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় খেলাতে ইস্টবেঙ্গল কিছুটা ছন্দ ফিরে পেলেও তাতে খেলার রেজাল্টে বদল আসেনি।৯০ মিনিটে ১-১ গোলের সমতায় থাকার পরে স্টপেজ টাইমের শেষ মিনিটে এডু বেদিয়ার দূরপাল্লার ফ্রিকিক লাল হলুদ সমর্থকদের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছে।
এমন আবহে মঙ্গলবার ইস্টবেঙ্গল এফসি গুয়াহাটি উড়ে যাচ্ছে, নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলতে। আগামী বৃ্হস্পতিবার, মার্কো বুলবুলের ছেলেদের বিরুদ্ধে খেলতে নামবে সার্থকরা। ISL টাইটেলশিপে জয়ের খরা কাটাতে মরিয়া পদ্মা পাড়ের ক্লাব। কলকাতার প্র্যাকট্রিস সেশনের পালা চুকিয়ে হাইল্যান্ডারদের বিরুদ্ধে প্রিয় দল কতটা উন্নত পারফরম্যান্স করতে পারে তা নিয়ে লাল হলুদ সমর্থকদের মধ্যে কৌতুহল রয়েছে।