“একটা মেয়ে, একলা মেয়ে / উঠলো বেড়ে নিজের মতোই / মায়ের স্নেহ পায়নি সে তাই / নিজেই নিজের ভীষণ আপন”- এই গানের কলি শুনলেই মনে পড়ে যায় আজ থেকে প্রায় ১৫ বছর আগে স্টার জলসায় হয়ে যাওয়া এক জনপ্রিয় সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’র কথা।
বাঙালিদের জীবনে নানারকম ঐতিহাসিক সিরিয়ালের মাঝে এই ধারাবাহিক আজও বাঙালির মননে জীবন্ত। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকা অভিনয় করেছিলেন ঋতাভরী চক্রবর্তী, রাজদীপ গুপ্ত, তুলিকা বসু এবং আরো অনেকে। প্রায় দু বছর ধরে সিরিয়ালটি চলার পর থেকেই টলিউড জগতের দুই নতুন অভিনেতা অভিনেত্রীর আগমন ঘটে, তারা হলেন ঋতাভরী চক্রবর্তী ও রাজদীপ গুপ্ত।
বর্তমানে বাংলা সিনেমা জগতে ঋতাভরি হলেন অন্যতম উল্লেখযোগ্য অভিনেত্রী। এই অভিনেত্রী সংখ্যায় কম কাজ করলেও, যেটুকু কাজ তিনি তার দর্শকদের উপহার দিয়েছেন তা মনে রাখার মতন। বর্তমানে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে, নানান পোশাকে বেশ কিছু ফটোশুট করতে। কখনো তাকে দেখতে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ড্রেসে আবার কখনো তাকে দেখতে পাওয়া যাচ্ছে ভারতীয় রূপে অর্থাৎ শাড়িতে। সাদা রঙের উপর ফ্লোরাল প্রিন্টের ড্রেসে এবং হালকা মেকআপে কানে বড় দুল ও খোলা চুলে অভিনেত্রীকে দেখতে লাগছে অনবদ্য। এক কথা বলা যেতে পারে এই রূপের কায়দায় তিনি যেকোনো বয়সী পুরুষকে নিজের রূপের বসে কাবু করতে পারবেন।
https://www.instagram.com/reel/CjzcicZr6QC/?utm_source=ig_web_copy_link
আবার যখন তার পরণে শাড়ি রয়েছে, তখন তিনি হয়ে উঠছেন মনমোহিনী। অভিনেত্রীর পরনে রয়েছে মেরুন রঙের সিল্কের শাড়ি সঙ্গে খোলা চুল এবং হালকা সোনার গয়না। বোর্ড কাটিং ব্লাউজ এর সাথে এইরূপে অভিনেত্রীকে লাগছে অনন্যা। এই সকল ধরনের ফটোশুটের ফটো দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী ইনস্টাগ্রাম একাউন্ট থেকে। কোনো ফটোর লাইক পেরিয়েছে ২৩ হাজারের উপরে আবার কোন ফটোর লাইক পেরিয়েছে ৩৬ হাজারের উপরে। অভিনেত্রী মূলত ২০০৮ সাল থেকে অভিনয় জগতে প্রবেশ করেন ধারাবাহিকের মাধ্যমে।