সন্তোষ ট্রফিতে পারেনি বাংলা। কিন্তু সূদ আর আসল দুটোই উসুল করে নিলো ন্যাশনাল গেমসে (National Games ) কেরালাকে ফাইনালে হারিয়ে দিয়ে, বিশ্বজিৎ ভট্টাচার্যের কোচিং বাংলার (Bangla) ফুটবল দল। ফাইনাল ম্যাচে ৫-০ গোলে উড়ে গেল কেরালা,বাংলার কাছে। ফাইনাল ম্যাচে অধিনায়ক নরহরি শ্রেষ্ঠার হ্যাটট্রিক।
বাংলার হয়ে রবি হাঁসদা এবং অমিত চক্রবর্তী একটি করে গোল করেছে,আর বাংলার অধিনায়ক নরহরির হ্যাটট্রিক। ম্যাচে রবি হাঁসদার গোলে লিড নেয় বাংলার ফুটবল দল।আগাগোড়া ফাইনাল ম্যাচে দাপট দেখিয়েছে বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা কেরালা টিমের বিরুদ্ধে।
তবে ফাইনাল ম্যাচের দিনক্ষণ নিয়ে চাপা অসন্তোষ রয়ে গিয়েছে। বিতর্কের শুরু, ক্লান্তি সঙ্গে নিয়েই দু’দল ন্যাশনাল গেমসের ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল।মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে ফাইনাল ম্যাচ খেলতে হল ফাইনালিস্ট দু’দলকে।