শিক্ষক নিয়োগ দুর্নীতির মূল অভিযূক্ত তৃণমূল বিধায়ক মানিক গ্রেফতার

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বেনজির দুর্নীতি হয়েছে। একথা আদালতের তরফে জানানো হয়েছিল আগেই। আগেই আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে সরানো হয়েছে…

শিক্ষক নিয়োগ দুর্নীতির মূল অভিযূক্ত তৃণমূল বিধায়ক মানিক গ্রেফতার

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বেনজির দুর্নীতি হয়েছে। একথা আদালতের তরফে জানানো হয়েছিল আগেই। আগেই আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে সরানো হয়েছে TMC বিধায়ক মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)। এবার তাকে গ্রেফতার করল ইডি। সোমবার রাতভর জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সকালেই তাকে গ্রেফতার করা হয়৷

Advertisements

সূত্রের খবর, সোমবার বিকেলেই মানিক ভট্টাচার্যকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিজিও কমপ্লেক্সে চলে রাতভর জিজ্ঞাসাবাদ৷ ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ পর্বে তদন্তকারী অফিসারদের সঙ্গে অসহযোগিতা করছিলেন তৃণমূল বিধায়ক৷ তখনই তাকে গ্রেফতার করা হয়। 

   

এর আগে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নামে চার্জশিট জমা করে ইডি। সেখানে ছত্রে ছত্রে মানিক ভট্টাচার্যের সঙ্গে নিয়োগ দুর্নীতি নিয়ে পার্থর যোগ ধরা পড়ছিল। তখন থেকে মানিকের বিরুদ্ধে চাপ তৈরি করে ইডি ও সিবিআই। এমনকি তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল৷ 

Advertisements

এরপরেই মানিককে একাধিক নথি নিয়ে তলব করা হয়। ইডি সূত্রে খবর, মানিকের দেওয়া তথ্যে গরমিল ছিল। সেকারণেই গতকাল জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়৷ রাতভর জিজ্ঞাসাবাদ চলে। সকালে গ্রেফতার করা হয় মানিককে। আজই তাকে আদালতে পেশ করে হেফাজতে নিতে চায় ইডি। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে এটা বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।