পুজোটা মন্দ কাটল না ইস্টবেঙ্গল (East Bengal FC) সমর্থকদের। ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে একের পর এক মন ভালো করা খবর। দশমীর আগের দিন লাল হলুদ জনতার জন্য আরও এক উপহার।
ইন্ডিয়ান সুপার লিগ (ISL) শুরু হতে হাতে গোনা কয়েক দিন বাকি। ম্যাচ টিকিট নিয়ে সমর্থকদের কিছু প্রশ্ন ছিল। টিকিট কবে পাওয়া যাবে, দাম কেমন হতে পারে ইত্যাদি। বুধবার এই সকল প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে। সমর্থকদের কথা সার্বিকভাবে মাথায় রেখে ধার্য করা হয়েছে টিকিটের মূল্য।
মরসুম ভিত্তিক টিকিট এবং ম্যাচ প্রতি টিকিট, উভয়ের ব্যাপারে জানা গিয়েছে। মরসুম ভিত্তিক টিকিটের দাম রাখা হয়েছে নূন্যতম ৪৯৯ টাকা (বি২ গ্যালারি), সর্বোচ্চ ৯৯৯ টাকা (সি২ গ্যালারি)। ম্যাচ ডে টিকিটের নূন্যতম দাম ৫০ টাকা।
ম্যাচ ডে টিকিটের দাম শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে। বি১ ও ডি১ গ্যালারিতে বসে খেলা দেখা যাবে। ম্যাচ ডে টিকিটের সর্বোচ্চ দাম ৪০০ টাকা, ভিভিআইপি গ্যালারি। এছাড়া মাঝে রয়েছে ৬০ টাকা, ১০০ টাকা এবং ২০০ টাকার টিকিট।