৮৭ তম বর্ষে পা দিলো মধ্য কলকাতার সুপরিচিত বারোয়ারি দুর্গোপুজো সন্তোষ মিত্র স্কোয়ার (Santosh Mitra Square) সর্বজনীন। এবছর তাদের থিম ভাবনা স্বাধীনতার অমৃত মহোৎসব। লালকেল্লার আদলে তৈরি করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার বারোয়ারি দুর্গোপুজোর মণ্ডপ। এরই সঙ্গে আলোকসজ্জাতে সবুজ মেরুন রঙে রাঙিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপকে।
প্রতি বছরের মতো এবছরেও মহাষষ্ঠীর সন্ধ্যেতে দর্শনার্থীদের ঢল নেমেছিল সন্তোষ মিত্র স্কোয়ার বারোয়ারি দুর্গোপুজোর মণ্ডপে, দেবি দর্শনের সঙ্গে মণ্ডপ দেখার। সন্ধ্যের সময় গোটা মণ্ডপ সবুজ মেরুন রঙে রেঙে ওঠে। সন্ধ্যের সময় জনপ্লাবন সঙ্গে গোটা মণ্ডপে সবুজ মেরুন রঙে রাঙায়িত হওয়ার ওই ছবি মুহুর্তে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়াতে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
প্রসঙ্গত, প্রীতম কোটালদের পাখির চোখ এখন আইএসএল টুর্নামেন্ট। যা শুরু হবে ৭ অক্টোবর। ফ্লোরেন্টিন পোগবাদের প্রথম খেলা চেন্নায়েন এফসির বিরুদ্ধে, ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে,১০ অক্টোবর।