ডুরান্ড কাপ এবং এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে মালেশিয়া সিটি এফসির কাছে ৩-১ গোলে হেরে গিয়ে ছিটকে যেতে হয়েছে ATK মোহনবাগানকে (ATK Mohun Bagan )। শর্ত মেনে ইন্ডিয়ান সুপার লিগ(ISL) চলাকালীন ক্লাব অন্য টুর্নামেন্ট খেলতে পারবে না, তাই সবুজ মেরুন ব্রিগেড কলকাতা লিগের সুপার সিক্স পর্বে খেলছে না।
স্বভাবতই, এমন সিদ্ধান্তে হতাশ সবুজ মেরুন জনতা।টানা তিন বছর কলকাতা লিগ খেলছে না প্রতীম কোটালরা,এনিয়ে ক্ষোভ রয়েছে সমর্থকদের। এমন আবহে গোটা দলের ফোকাস ISL টুর্নামেন্ট। এদিকে, হুয়ান ফেরান্দোর টিমে চোট সমস্যা রয়েছে। চোটের তালিকাতে দীপক টাংড়ির নাম রয়েছে। ISL টুর্নামেন্ট শুরু হবে ৭ অক্টোবর। সবুজ মেরুন শিবিরে দীপক সহ বেশ কয়েকজন ফুটবলারের ইনজুরি সমস্যা রয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে দলে ইনজুরি ইস্যুতে কিছুটা অস্বস্তিতে ATK মোহনবাগান টিম। দলের সার্পোট স্টাফরা খেলোয়াড়দের রিকভারির কাজে আদা জল খেয়ে কাজ করছে।
অন্যদিকে,শনিবার মহাষষ্ঠীর সকালে ATK মোহনবাগানের টুইট বার্তা,”সকলের জন্য রইল মহা ষষ্ঠীর শুভেচ্ছা সহ অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা।
পুজো শুরু, আনন্দের জোয়ার আসছে! তৈরী তো?
#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন
সকলের জন্য রইল মহা ষষ্ঠীর শুভেচ্ছা সহ অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা। 💚♥️
পুজো শুরু, আনন্দের জোয়ার আসছে! তৈরী তো? #ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/ZBXoF8qfZQ
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 1, 2022
দুর্গোপুজোর রেশ কাটতে না কাটতেই ২০২২-২৩ সিজনের ISL টাইটেলশিপ শুরু হয়ে যাবে। ফ্লোরেন্টিন পোগবারা প্রথম ম্যাচ খেলবে ১০ অক্টোবর, চেন্নায়েন এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে।বাগান সমর্থকদের কাছে খুশির খবর, আগামী মাসে ফুটবলার তিরি সবুজ মেরুন স্কোয়াডে যোগ দিচ্ছেন।