পুজোর আগে কেউ যাতে না কর্মহারা হন, সেজন্য অতিরিক্ত পদ তৈরির প্রস্তাব দিয়েছেন (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী। এজন্য কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়েছে (SSC) স্কুল সার্ভিস কমিশন৷ একইসঙ্গে বলে হয়েছে, ব্যতিক্রমী নিয়োগ বাতিল করতেও রাজি শিক্ষা দফতর৷ ব্রাত্যর দেওয়া প্রস্তাবে ক্ষুব্ধ চাকরি প্রার্থীদের (Job Seekars) একাংশ৷
তাঁদের কথায়, চাকরির বাজারে যারা নতুন এবং শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন, এটা তাদের স্বপ্নের কফিনে শেষ পেরেক। অনেকে বলবেন যে এটা সুপার নিউমেরিক – এতে বর্তমান ভ্যাকান্সিতে কোনো প্রভাব পড়বে না। এইসব কথাবার্তা ছেলে ভুলানো। সরকার নিজেদের দুর্নীতি ঢাকতে এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে মামলাকারীদের চাকরি দিয়ে বাঁচতে চাইছে। বিনিময়ে ভুগবে ভবিষ্যতে প্রজন্ম।
এমনকি এটা নিয়ে প্রয়োজনে আদালতে যেতে হবে। যেসব নিয়োগ অবৈধভাবে হয়েছে সেইগুলো বাতিল করে নিয়োগ করুক কিন্তু বর্ধিত সিটে নিয়োগ কিছুতেই নয়। এই দাবিতেই সরব হতে চাইছেন তাঁরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, সুপার নিউমেরিক ভবিষ্যত প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেবে।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ভুলক্রমে মেধাতালিকার ক্রম ভেঙে সুপারিশের কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য ‘সুপার নিউমেরারি’ পদ তৈরি করে চাকরির সুযোগ করে দেওয়ার প্রস্তাব হয়েছে রাজ্যের মন্ত্রিসভায়। সেই অনুযায়ী এসএসসি হাই কোর্টে আর্জি জানিয়েছে, যাতে মহামান্য আদালত নির্দেশ দিলে রাজ্য সরকারের তৈরি সুপার নিউমেরারি তালিকা মেনে সকলকে চাকরি দিতে প্রস্তুত এসএসসি। তবে আগামী দিনে কী পদক্ষেপ নেওয়া হবে? তার জন্য আদালতের দিকে তাকিয়ে রয়েছেন শিক্ষামন্ত্রীও