Ambarish Bhattacharya: অম্বরীশের সঙ্গে দুই বিশ্বকাপ জয়ী অধিনায়কের কোথায় হল দেখা

দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক ১৯৮৩ সালের কপিল দেব ২০১১ সালের মহেন্দ্র সিং ধোনি। যাদেরকে একবার ছুঁয়ে দেখার, একবার সাক্ষাৎকার করার স্বপ্ন হয়তো সকল ভারতীয়দের। কিন্তু…

Dhoni met popular actor Ambarish Bhattacharya

দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক ১৯৮৩ সালের কপিল দেব ২০১১ সালের মহেন্দ্র সিং ধোনি। যাদেরকে একবার ছুঁয়ে দেখার, একবার সাক্ষাৎকার করার স্বপ্ন হয়তো সকল ভারতীয়দের। কিন্তু তাদের দেখা পায় কে! আর এমন সুযোগ যদি কেউ পেয়ে থাকে তা হাতছাড়া করে কে? এমনই এক সুবর্ণ সুযোগের সাক্ষী থাকলেন বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya) । 

জয়পুরে গোলাপি শহরে একসাথে ক্যামেরাবন্দি হয়েছে এই তিন তারকা। আর সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা অম্বরিশ। সেই ছবির ক্যাপশনে, আপ্লুত হয়ে লিখেছেন, ‘১৯৮৩ আর ২০১১-র মাঝে আমি! এমন মুহূর্ত বোধহয় জীবনে একবারই আসে…’।

প্রসঙ্গতএকটি নামী টিএমটি বার প্রস্তুতকারক বিপণির বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন তিনি। সেই একই বিপণীর সর্বভারতীয় মুখ কপিল এবং ধোনি। জয়পুরের ক্লায়েন্টস মিটে তিন জনের দেখা। দুই প্রিয় খেলোয়াড়কে চাক্ষুষ করে এবং তাদের সাথে কথা বলতে পেরে আপ্লুত অম্বরীশ । মিটের একটি ছোট ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিনেতা অম্বরিশ ভট্টাচার্যের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে রয়েছে মহেন্দ্র সিং ধোনি। আর তিনি বলছেন যে ‘আমি ভালো করে বাংলা বুঝতে পারি, কিন্তু এর থেকে বেশি বললে ভুলভাল বাংলা বলে দেব’।