কলকাতা লিগের সুপার সিক্স পর্বের ম্যাচে এরিয়ান ফুটবল দলের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেল মহামেডান স্পোটিং ক্লাব (Mahamedan SC)। মহামেডানের হয়ে গোল করেছেন অধিনায়ক মার্কাস জোসেফ, উসমানে এন’দিয়া, ফাসলু রহমান।
ম্যাচের ৪৩ মিনিটে মার্কাসের গোলে লিড নেয় মহামেডান। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে উসমানের করা গোলে (২-০) ব্যবধান বাড়ায় সাদা কালো শিবির। ৮১ মিনিটে ফাসলু রহমানের করা গোলে ৩-০ স্কোরলাইন রেখে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রে চেরনশিভের ছেলেরা।
এরিয়ানের শুভ বিশ্বাসের ব্যাড ক্লিয়ারেন্সের সুযোগে মার্কাস জোসেফ সুযোগ পেয়ে যায় এবং এই সুযোগে মার্কাস বল এরিয়ানের জালে জড়িয়ে দিতেই মহামেডান ১-০ গোলের লিড নেয় ৪৩ মিনিটে। সাদা কালো ব্রিগেডের দ্বিতীয় গোল আসে দলগত প্রচেষ্টাতে। ৬২ মিনিটে, সেখ ফৈয়াজ ডান দিক দিয়ে সেন্টার বাড়ায় মার্কাসকে লক্ষ্য করে।মার্কাস বুক দিয়ে বল ট্যাপ করে
উসমানের দিকে বাড়ায় আর উসমানের করা গোলে ২-০ ব্যবধান বাড়ায় ব্ল্যাক প্যাহ্নর্সরা। ৮১ মিনিটে এরিয়ানের ডিফেন্ডারের ব্যাড ক্লিয়ারেন্সের সুযোগে গোল করেন ফাসলু রহমান।
ডুরান্ড কাপে মহামেডান স্পোটিং ক্লাব যেরকম ছন্দে শুরু করেছিল একইভাবে এদিন এরিয়ানের বিরুদ্ধে শুরু করে জয় ছিনিয়ে নিয়েছে সাদা কালো শিবির।দীর্ঘ ৪০ বছর পরে মহামেডান তাঁবুতে কলকাতা লিগ ঢুকেছে। চলতি লিগের খেলাতেও শুরুটা জয় দিয়ে অভিযান শুরু করায় সমর্থকরা প্রিয় দলের পারফরম্যান্সে খুশি বলাই চলে।